Thursday, August 28, 2025

মোদির মন্ত্রিসভার ৪২ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ৯০ শতাংশ মন্ত্রী কোটিপতি

Date:

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায়(Central ministry) ব্যাপক রদবদল করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দেখা যাচ্ছে মোট ৭৮ জন মন্ত্রী বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৪২ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে অপরাধ মূলক মামলা। শুধু তাই নয়, চারজনের বিরুদ্ধে রয়েছে খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ এনেছে নির্বাচনী সংশোধনী ক্ষেত্রে কর্মরত সংগঠন ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ বা এডিআর(ADR)।

এডিআর এই রিপোর্ট প্রকাশ্যের এনেছে নির্বাচনী হলফনামায় প্রকাশিত তথ্যের ভিত্তিতে। হলফনামার বিস্তারিত রিপোর্ট তুলে ধরে এডিআর দাবি করেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৩৩(৪২ শতাংশ) জন মন্ত্রী তাদের হলফনামায় দাবি করেছে তাদের বিরুদ্ধে অপরাধ মূলক মামলা রয়েছে। তাদের মধ্যে ৩১ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতির মতো গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া কোচবিহার নির্বাচন ক্ষেত্রে সাংসদ নিশির প্রামাণিক তাঁর হলফনামায় তুলে ধরেছেন তাঁর বিরুদ্ধে হত্যা সংক্রান্ত এক অভিযোগ রয়েছে। মোদির মন্ত্রিসভা খুন ও খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ যে সকল মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে সেই তালিকায় নিশীথ প্রামাণিকের পাশাপাশি রয়েছেন জন বার্লা, পঙ্কজ চৌধুরী ও বি মুরলিধরন।

আরও পড়ুন:ফেসবুকে ফের সরব সৌমিত্র খাঁ, কাকে বার্তা দিলেন,চলছে জল্পনা

মন্ত্রিসভার ৭৮ জন মন্ত্রীর মধ্যে ৭০(৯০ শতাংশ) জন মন্ত্রী বিপুল সম্পত্তির মালিক। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা গড়ে ১৬.২৪ কোটি টাকার সম্পত্তির মালিক। নির্বাচনী হলফনামা অনুযায়ী এমন ৪ জন মন্ত্রী রয়েছেন যাদের সম্পত্তি ৫০ কোটি টাকারও অধিক। এনারা হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, পীযূষ গোয়েল, নারায়ণ রাণে এবং রাজীব চন্দ্রশেখর।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version