Wednesday, November 5, 2025

কেন্দ্র প্রসঙ্গে নীরব, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যকে সেস কমানোর পরামর্শ দিলীপের

Date:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির(petrol price hike) জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে তৃণমূল(TMC)। এহেন পরিস্থিতির মাঝেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানালেন, ‘রাজ্য সরকার সেস ও কর কমাক। তাহলেই তেলের দাম কমে যাবে।’ তবে দাম কমাতে কেন্দ্র সরকার কি সেস কমাবে? সে প্রসঙ্গে অবশ্য কোনও শব্দ খরচ করতে দেখা গেল না বিজেপি সভাপতিকে।

সোমবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লি উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। সেখানেই উঠে আসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলনের প্রসঙ্গ। দিলীপ ঘোষ বলেন, ‘তেলের দাম আগেও বেড়েছে। এখনও বাড়ছে। হ্যাঁ এবার একটু বেশি বেড়েছে। রাজ্য সরকার সেস এবং কর কমালেই অনেকটা সুরাহা পাবে জনতা।’ পাশাপাশি জয় শ্রীরাম বললে পেট্রোপণ্যের দাম কমে কিনা জানতে পেট্রলপাম্পে উপস্থিত হওয়া কুণাল ঘোষকে এদিন কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওনারা চমক দিতে ভালোবাসেন, দিন। তবে মানুষ যেদিন পাল্টা চমক দেবে সেদিন বুঝতে পারবেন।”

আরও পড়ুন:নাশকতার ছক বানচাল: ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

পাশাপাশি, এদিনের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, প্রায় একমাস আগেই দিল্লিতে আসার কথা বলছিলেন জেপি নাড্ডা। তবে রাজ্যে রাজনৈতিক হিংসা সহ একাধিক সমস্যার জেরে আসা সম্ভব হয়নি, এখন এসেছি। এখন কখন দেখা হবে, কি ব্যাপারে? সেটা ওনাদের কাজের সময় অনুযায়ী ওনার আমার সঙ্গে দেখা করবেন।” এদিকে শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকের সময় বের করতে পারেনি সর্বভারতীয় সভাপতি। অনুমান করা হচ্ছে হয়তো রাতের দিকে অথবা কাল সকালে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।

 

Related articles

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...
Exit mobile version