Wednesday, August 20, 2025

কেন্দ্র প্রসঙ্গে নীরব, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে রাজ্যকে সেস কমানোর পরামর্শ দিলীপের

Date:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির(petrol price hike) জেরে নাজেহাল অবস্থা দেশবাসীর। মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে তৃণমূল(TMC)। এহেন পরিস্থিতির মাঝেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারকে দুষলেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানালেন, ‘রাজ্য সরকার সেস ও কর কমাক। তাহলেই তেলের দাম কমে যাবে।’ তবে দাম কমাতে কেন্দ্র সরকার কি সেস কমাবে? সে প্রসঙ্গে অবশ্য কোনও শব্দ খরচ করতে দেখা গেল না বিজেপি সভাপতিকে।

সোমবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার ডাকে সাড়া দিয়ে দিল্লি উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। সেখানেই উঠে আসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলনের প্রসঙ্গ। দিলীপ ঘোষ বলেন, ‘তেলের দাম আগেও বেড়েছে। এখনও বাড়ছে। হ্যাঁ এবার একটু বেশি বেড়েছে। রাজ্য সরকার সেস এবং কর কমালেই অনেকটা সুরাহা পাবে জনতা।’ পাশাপাশি জয় শ্রীরাম বললে পেট্রোপণ্যের দাম কমে কিনা জানতে পেট্রলপাম্পে উপস্থিত হওয়া কুণাল ঘোষকে এদিন কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওনারা চমক দিতে ভালোবাসেন, দিন। তবে মানুষ যেদিন পাল্টা চমক দেবে সেদিন বুঝতে পারবেন।”

আরও পড়ুন:নাশকতার ছক বানচাল: ৩ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

পাশাপাশি, এদিনের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, প্রায় একমাস আগেই দিল্লিতে আসার কথা বলছিলেন জেপি নাড্ডা। তবে রাজ্যে রাজনৈতিক হিংসা সহ একাধিক সমস্যার জেরে আসা সম্ভব হয়নি, এখন এসেছি। এখন কখন দেখা হবে, কি ব্যাপারে? সেটা ওনাদের কাজের সময় অনুযায়ী ওনার আমার সঙ্গে দেখা করবেন।” এদিকে শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে বৈঠকের সময় বের করতে পারেনি সর্বভারতীয় সভাপতি। অনুমান করা হচ্ছে হয়তো রাতের দিকে অথবা কাল সকালে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা।

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version