Sunday, November 16, 2025

সাপে কামড়ানোর পর রাতভর ওঝার ঝাড়ফুঁক! বিনা চিকিৎসায় মৃত্যু

Date:

ডিজিটাল ইন্ডিয়ার যুগে আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে কুসংস্কার। আর এই কুসংস্কারের জন্যই প্রাণ গেল এক ব্যক্তির। সাপে কামড়ানোর পর হাসপাতালে নিয়ে না গিয়ে চলল ওঝার ঝাড়ফুঁক। শেষপর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সমীর পাড়ুই (৪০)। দেগঙ্গার বেড়াচাঁপা এলাকার বাসিন্দা বছর চল্লিশের সমীর পাড়ুই রাতে স্থানীয় একটি পুকুরে মাছ ধরছিলেন। তখন বিষধর একটি সাপ ছোবলে মারে ওই যুবককে। এরপর বাড়িতে এলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে না গিয়ে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য। সেখানে দীর্ঘক্ষণ ধরে ঝাঁড়ফুক চলে। গাছ গাছড়ার ওষুধও দেওয়া হয় তাকে। কিন্তু রাত্রের দিকে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বেগতিক বুঝে তাকে নিয়ে যাওয়া হয় দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সমীর পাড়ুইকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। তাঁদের দাবি, ওঝার কাছে না গিয়ে প্রথমেই যদি হাসপাতালে আনা হত, তাহলে তাঁকে বাঁচানো যেত। ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর থেকে ওঝা বেপাত্তা। গ্রামবাংলার অনেক এলাকা যে এখনও এইসব কুসংস্কারে আচ্ছন্ন তা প্রমাণ দিল দেগঙ্গার এই ঘটনা। স্রেফ বিনা চিকিৎসায় প্রাণ গেল এক তরতাজা প্রাণের।

আরও পড়ুন- জন্মনিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ যোগী সরকারের, বিরোধিতায় বিরোধীরা

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version