Tuesday, August 26, 2025

কাকোরি জেলা থেকে ২ আল কায়েদা (al kayda terrorist) জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh police) পুলিশ। বিশেষ সূত্র মারফত খবর পেয়ে গত কয়েকদিন ধরেই ফাঁদ পেতেছিলেন সন্ত্রাস দমন শাখার গোয়েন্দারা (Anti terrorist squad officer)। গোয়েন্দাদের কাছে খবর ছিল প্রত্যন্ত গ্রামের ভিতরে কোনও পরিবারের মধ্যে লুকিয়ে আছে সন্দেহভাজন দুই আল কায়েদা জঙ্গি। সূত্র মারফত খবর নিয়ে কাকোরি জেলার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে।

 

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে ২০১৭ সালে এই একই জায়গা থেকে আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ফের কাকোরি থেকেই গ্রেফতার করা হল দুই আল কায়দা জঙ্গিকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে জঙ্গিরা ওই গ্রামে নিজেদের পরিচয় গোপন করে ঘাঁটি গেড়েছিল তা তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। তাছাড়া এই প্রথমবার নয়। আগেও যেহেতু এই একই জায়গা থেকে জঙ্গি গ্রেফতার করা হয়েছিল, ফলে মনে করা হচ্ছে জঙ্গিদের ‘ সেফ করিডোর ‘ এই গ্রামটি । কিন্তু প্রশ্ন উঠেছে বারবার এই একই জায়গায় জঙ্গিরা কেন আত্মগোপন করে থাকছে।

 

সন্ত্রাস দমন শাখার অফিসাররা অফিসাররা এদিন জঙ্গিদের গ্রেফতার করার সময় বিশাল বম্ব স্কোয়াড (bomb squad) ঘটনাস্থল ঘিরে রেখেছিল । কারণ পুলিশের কাছে খবর ছিল জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল। কিন্তু সন্ত্রাস দমন শাখার গোয়েন্দা অফিসারদের তৎপরতায় তেমন কোনো ঘটনা ঘটেনি। ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version