লাগামছাড়া পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকালের পর আজ, রবিবারও বিক্ষোভ কর্মসূচি করবেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আজও কর্মসূচিতে সামিল হবেন মন্ত্রী ও বিধায়করা। আজ নৌকায় চড়ে অভিনব বিক্ষোভ করবেন বাগুইআটির তৃণমূল কর্মীরা। নৌকায় বসে রান্না করে বিক্ষোভ দেখাবেন তাঁরা। উপস্থিত থাকবেন সৌগত রায়, অদিতি মুন্সি। অন্যদিকে চিনার পার্কে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন জ্যোতিপ্রিয় মল্লিক।
শনিবার থেকেই কোথাও সাইকেল চালিয়ে কোথাও গরুর গাড়িতে চড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন তৃণমূল নেতারা। সেইমতো আজও রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ কর্মসূচি। শনিবার উত্তরবঙ্গেও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কর্মীরা।
পেট্রোলের লাগাতার বৃদ্ধির জেরে দাম সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। পরিস্থিতিতে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে, আধ ঘণ্টা পেট্রোল পাম্প বন্ধ থাকবে।
