Wednesday, August 27, 2025

মুকুলকে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে বিজেপি, পাল্টা জবাব কুণালের

Date:

রণকৌশল সাজিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে আগামিকাল মঙ্গলবার থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত মাঠে নামতে চলেছেন বিজেপি বিধায়করা৷ তৃণমূল নেতা মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান করার প্রতিবাদে ময়দানে নামতে চলেছে বিজেপি। এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কী পরিকল্পনা বিজেপির? ভারতীয় জনতা পার্টি সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে প্রথমে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করতে চলেছেন শুভেন্দু অধিকারী৷ বিধানসভার আটটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি বিধায়কদের। মুকুলকে কেন PAC-এর চেয়ারম্যান করা হল, তার প্রতিবাদ জানিয়ে সেইসব কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াতে চায় বিজেপি। ইতিমধ্যেই সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল। সূত্রের খবর, তার জন্য পদত্যাগ পত্র লেখার কাজও শেষ হয়ে গিয়েছে বলেই। সেই পদত্যাগপত্র মঙ্গলবার জমা দেবেন বিজেপি পরিষদীয় নেতারা। বিজেপির তরফে জানানো হয়েছে, পদ ছাড়লেও কমিটি ছাড়বেন না তাদের বিধায়করা। পাশাপাশি জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন বিজেপি বিধায়করা৷

আরও পড়ুন-ওলিকে সরিয়ে দ্রুত দেউবাকে দেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগের নির্দেশ শীর্ষ আদালতের

এ প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, “অনেকেই প্রথমবার বিধায়ক হয়েছেন, তাঁদের অধিকার কেন শুভেন্দু কেড়ে নিতে চাইছেন? দরকার হলে ওঁ (শুভেন্দু অধিকারী) বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুক। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন একটা সময় কিছুদিন বিধানসভায় ছিলেন মন্ত্রীও ছিলেন। ওঁ (শুভেন্দু) বড় কেউ নয়। এইসব কিছু বলছে সেই অর্থে কিছু জানে না।
এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে কুণাল বলেন, “তৃণমূলে শুধু পাকা দেখা হয়েছে, বিয়ে হয়নি। বিজেপির বিধায়ক হিসেবেই রয়েছেন। ”

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version