Thursday, August 21, 2025

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা: এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

Date:

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা দায়ের আদালতে। এবার মামলা করা হল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar), সৌগত ভট্টাচার্যর (Sougata Bhattacharya) বেঞ্চে এই সপ্তাহেই হতে পারে শুনানি।

অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন প্রার্থীরা। ইন্টারভিউ (Interview) তালিকায় অনিয়মের অভিযোগ রয়েছে। ১২ সপ্তাহে সেই অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন কয়েকজন চাকরিপ্রার্থীর। এই সপ্তাহেই বিচারপতি সুব্রত তালুকদার, সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারি।

গত শুক্রবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে রাজ্য সরকারকে স্বস্তি দেয় কলকাতা হাইকোর্ট। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট বলে জানায় হাইকোর্ট। এবিষয়ে অভিযোগ থাকলে এসএসসি (Ssc) পদক্ষেপ করবে বলে জানায় আদালত। অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক।

হাইকোর্ট জানায়, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কিন্তু উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ অব্যাহত। ফের মামলায় নিয়োগ প্রক্রিয়ায় জট সৃষ্টি হবে কি না সেটাই দেখার।

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version