Sunday, November 9, 2025

সোমবার ভোরবেলায় হাওড়ার সালকিয়ায় (fire at salkia cotton factory) একটি তুলোর গুদামে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire brigade) ৭ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলে ও তুলোর গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার (Howrah divisional officer) ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ, রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়ালও।

দমকল সূত্রে জানানো হয়েছে, হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় তুলোর গোডাউনে ভোর প্রায় চারটে নাগাদ আগুন লাগে। ভোরে গঙ্গাস্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই দ্রুত দমকলে খবর দেন। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুলোর গুদামটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছিল। আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। আর স্বল্পপরিসর জায়গা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে কি কারনে এই আগুন তা নিশ্চিত ভাবে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে ডোমকল সূত্রে জানানো হয়েছে । সকালে গোডাউনে আগুন লাগার খবর পেয়েই পৌঁছেছেন মালিক। তিনিও কর্মীদের আশ্বস্ত করছেন।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version