Friday, August 22, 2025

পুরীতে ভক্তশূন্য রথযাত্রা, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত জারি করা হলো কার্ফু

Date:

চিরাচরিত নিয়ম মেনে আজ জগন্নাথদেব (Jagannath) বলভদ্র (Bala Ram)ও সুভদ্রাকে (Subhadra) নিয়ে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করবেন (Rathjatra festival)। কিন্তু করোনা আবহে (Corona pandemic) গত বছরের মতো এ বছরও ভক্তশূন্য থাকবে পুরীর(Rath Yatra of Puri) রথযাত্রা। শুধু পুরীতেই নয়, দেশজুড়ে এদিন সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।

ওড়িশা সরকার (orisha government) জানিয়েছে রথযাত্রা উপলক্ষে প্রশাসনের তরফে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। কোভিড প্রোটোকল (covid protocol) সকলকে কঠোরভাবে মানতে হবে এই ফরমানও জারি করা হয়েছে। রবিবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে গোটা পুরী জুড়ে। এবার পুরীর রথযাত্রায় সামিল হয়েছন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রথযাত্রায় অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না। যে সকল সেবায়েতের ভ্যাকসিনের জোড়া ডোজ নেওয়া হয়ে গেছে এবং যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ আসবে, তাঁরাই একমাত্র রথের দড়ি টানতে পারবেন।

এদিকে, রথযাত্রা উপলক্ষে পুরীতে নিরাপত্তার কড়াকড়ি নজরে পড়ার মতো। প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রচুর পুলিশও মোতায়েন থাকছে । ওড়িশা সরকারের নির্দেশ অনুযায়ী, পুরী এবং সংলগ্ন প্রতিটি এলাকার সব হোটেল, লজ, গেস্ট হাউজ ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না বলে জানিয়েছেন কালেক্টর সামর্থ বর্মা। তিনি জানিয়েছেন, জরুরি প্রয়োজন হলে সাধারণ মানুষ কোনও সমস্যার সম্মুখীন হবেন না। পুলিশ কর্মীদের সকলের সঙ্গে সবরকম সহযোগিতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version