কোভিড পরিস্থিতিতে বিধির বাঁধনে রথযাত্রা, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্যেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। এই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী।

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ Ramnath Kobind) টুইটে (Twitte) লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকল দেশবাসী, বিশেষ করে ওড়িশার সমস্ত ভক্তদের আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের আশীর্বাদে দেশবাসীর জীবন সুখ ও সুস্বাস্থ্যে সমৃদ্ধ হোক”।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। প্রভু জগন্নাথকে প্রণাম। প্রার্থনা করি যে, তাঁর আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আসবে। জয় জগন্নাথ”।

 

রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি”। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইসকন মন্দিরে পুজোও পাঠানো হয়েছে।

 

রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

 

 

 

 

Previous articleবরিশাল থেকে ঢাকায় ইলিশ সরবরাহ শুরু, লকডাউনে দাম আকাশছোঁয়া
Next articleমেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় ভেসে গেল বাড়ি-গাড়ি-হোটেল, আটকে পর্যটকরা