Thursday, August 28, 2025

আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল(monsoon session of parliament of India ) অধিবেশন। যদিও এখনো সব সাংসদের টিকাকরণ (vaccination of all members) হয়েছে বলে নিশ্চিত খবর নেই। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত লোকসভার (loksabha) ৪৪৪ জন সাংসদ এবং রাজ্যসভার (rajyasabha) ২১৮ জন সাংসদ টিকা নিয়েছেন। কয়েকজন সাংসদ সম্প্রতি করোনা আক্রান্ত হওয়ায় দ্বিতীয় টিকা নিতে পারেননি। অন্তত ৩০ জন সাংসদের সঙ্গে সংসদের তরফে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে জানা যায়নি, তাঁরা আদৌ টিকা নিয়েছেন কি না।

সংসদ ভবন সূত্রে জানানো হয়েছে গত বছরের মতো এ বারও কোভিড প্রোটোকল (covid protocol) মেনেই বাদল অধিবেশনের আয়োজন করা হচ্ছে। চলতি বছরে বাদল অধিবেশন চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। এই বাদল অধিবেশন সপ্তদশ লোকসভার ষষ্ঠতম অধিবেশন। এবং সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার ২৫৪তম অধিবেশন।

করো না সংক্রমণের কারণে গত বছর থেকে বারবার ব্যাহত হয়েছে সংসদের কাজ। গত বছরের বাজেট অধিবেশন, বাদল অধিবেশন এবং চলতি বছরের বাজেট অধিবেশনও করোনা আতিমারির জেরে ব্যাহত হয়েছে। জানা গিয়েছে ৪০টির বেশি বিল এবং ৫টি অধ্যাদেশ নিয়ে আলোচনা এখনো বাকি রয়েছে সংসদে। আগামী বাদল অধিবেশনে এই বিল গুলি নিয়ে আলোচনার উত্থাপন করা যায় কিনা সেদিকে নজর সকলের।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version