Monday, November 10, 2025

গরমে নাজেহাল, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Date:

গত কয়েকদিন টানা বৃষ্টির পরে ফের প্রবল গরম পড়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের (monsoon in North Bengal) বিস্তীর্ণ এলাকায়। আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরমে হাঁসফাঁস নাগরিক জীবন। তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। এরই মধ্যে সোমবার আশার খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়ে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলেও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে চলতি সপ্তাহের শেষদিকে গোটা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালরকম বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে।

আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা সূত্রে জানা গিয়েছে, মঙ্গল ও বুধবার ডুয়ার্সে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কোচবিহারেও। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে রাজস্থান থেকে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উপরন্তু, ওড়িশা ও অন্ধ্র উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা কি না ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতেই মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা জোরদার করেছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version