ফের করোনা সংক্রমণ (Corona pandemic) মারাত্মকভাবে বাড়ছে মহারাষ্ট্রে (Maharashtra)। জুলাই মাসের ১১ তারিখের মধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ১৩০ অতিক্রান্ত। চিকিৎসকদের মতে, মহারাষ্ট্রে এই ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণই (coronavirus infection) দেশজুড়ে ডেকে আনতে পারে তৃতীয় ঢেউ(third wave) । তবে মহারাষ্ট্র কে ছাপিয়ে গিয়েছে দক্ষিণের রাজ্য কেরল। একমাত্র কেরলই (keral) হিসেব অনুযায়ী ১০ জুলাই পর্যন্ত আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রর থেকে এগিয়ে। চিকিৎসকদের এই ধারণা যে অমূলক তা কিন্তু নয়। কেন্দ্রের গঠিত কোভিড টাস্ক ফোর্সের (eminent member of covid task force) সদস্য ডঃ শশাঙ্ক যোশী বলেছেন “তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে ডেল্টা স্ট্রেন (delta variant) একটা বড় ফ্যাক্টর। এই ডেল্টা স্ট্রেন সত্যি ই ভয় বাড়াচ্ছে। বেশিরভাগ রাজ্যে আনলক প্রসেস শুরু হয়ে গিয়েছে। সামাজিক বিধিনিষেধ বহুলাংশেই উঠে গিয়েছে। সেইসঙ্গে ভ্যাকসিন নিয়ে হাহাকার । ভারতে ভ্যাকসিনেশনের গতি খুবই মন্থর। যা আরো বেশি চিন্তার। মানুষ বাড়িতে থাকতে চাইছেন না। যা ভাইরাসকে লাফিয়ে বাড়তে সাহায্য করছে। এর আগের দুই ঢেউয়ের ক্ষেত্রেই প্রথম ক্লাস্টার হয়েছিল মহারাষ্ট্র। এ বারও তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রেও এমনটাই হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেরল ও মহারাষ্ট্রের সার্বিক পরিস্থিতি দিনকে দিন চিন্তা বাড়াচ্ছে। চিন্তার। ফলে দেশে তৃতীয় ঢেউয়ের রাস্তা ক্রমশ প্রশস্ত হচ্ছে। মহারাষ্ট্র থেকেই সারা দেশে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়তে পারে বলে অনুমান চিকিৎসক ও গবেষকদের।
