Saturday, January 10, 2026

মিশ্র ভ্যাকসিন নেওয়া নিয়ে সতর্ক করল WHO, বলল ‘বিপজ্জনক প্রবণতা’

Date:

Share post:

প্রথম ডোজে অন্য ভ্যাকসিন এবং দ্বিতীয় ডোজে আরেক ভ্যাকসিন নেওয়া নিয়ে এবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। মিশ্র ভ্যাকসিন নেওয়ার বিষয়টিকে ‘বিপজ্জনক প্রবণতা’ (Dengerous Trend) বলে উল্লেখ করলেন WHO-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন (WHO Chief Scientist Soumya Swaminathan)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সোমবার কোভিড ১৯ (Covid 19) ভ্যাকসিন মিশ্রিত করা এবং মেলানোর বিরুদ্ধে পরামর্শ দিয়েছেন। কারণ এটি স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গিয়েছে। ফলে এটিকে “বিপজ্জনক প্রবণতা” বলে অভিহিত করেছেন স্বামীনাথন।

আরও পড়ুন-সেপ্টেম্বর থেকেই ভারতে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন শুরু করবে সেরাম ইনস্টিটিউট

তিনি জানিয়েছেন, তাঁদের কাছে এই মিশ্র ভ্যাকসিনের বিষয়ে জানতে চেয়েছেন বহু মানুষ। তাঁরা জানতে চেয়েছেন, প্রথম ডোজটি একটি ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজে অন্য ভ্যাকসিন নেওয়া যায় কিনা। WHO-এর মুখ্য বিজ্ঞানীর বক্তব্য, যেহেতু এই মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য নেই, তাই এই না নেওয়াই শ্রেয়।

সৌম্যা স্বামীনাথন আরও জানিয়েছেন,”নাগরিকরা কখন এবং কারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ডোজ গ্রহণ করবেন তা সিদ্ধান্ত নেওয়া শুরু করলে দেশগুলিতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে।”

স্বামীনাথন জানিয়েছেন, ”মিশ্র ভ্যাকসিন নিয়ে বর্তমানে বহু গবেষণা চলছে। আমাদের অপেক্ষা করা দরকার। আশা করি সেটাই ভাল হবে।’ ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ভারত বায়োটেক এবং রাশিয়ার Sputnik V সবকটা ভ্যাকসিনই দুটি ডোজের। তবে রুশ টিকাটির একটি সিঙ্গেল ডোজের টিকাও রয়েছে, যার নাম Sputnik V Lite। Johnson & Johnson-এর করোনা টিকাটিও সিঙ্গেল ডোজের।

 

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...