Thursday, August 21, 2025

বর্ধমানে প্রকাশ্যে আদি-নব্যের দ্বন্দ্ব, ফের দলীয় বিক্ষোভের মুখে দিলীপ

Date:

নাড্ডার কাছে দলীয় শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানানোর পরেই দিনই প্রকাশ্যে বিজেপির (Bjp) আদি-নব্যের দ্বন্দ্ব। ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার, বর্ধমান শহরে জেলা কার্যালয়ে যান বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, সেই সভায় ঢুকতে অনেককে বাধা দেওয়ার দেওয়া হয়। নিজেকে বিজেপি যুব মোর্চার জেলা সহ-সভাপতি বলে দাবি করে সভায় ঢুকতে যান ইন্দ্রনীল গোস্বামী নামে এক ব্যক্তি। বাধা দেওয়ায় চিৎকার করে প্রতিবাদ জানান তিনি। বিজেপি নেতা বলে দাবি করা ইন্দ্রনীল গোস্বামীর (Indranil Ghoswami) অভিযোগ, পুরনো কর্মীদের পরিবর্তে দলে এখন সুযোগ সন্ধানীদের কদর বেশি। তোলাবাজদের নিয়ে দল চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

ওই বিক্ষুব্ধ ইন্দ্রনীল গোস্বামী আরএসএসের দীর্ঘদিনের সক্রিয় সদস্য। তাঁর দাবি, খোদ দিলীপ ঘোষ তাঁর বাড়িতে যাতায়াত করতেন। বিক্ষুব্ধ নেতার অভিযোগ, এখন গেরুয়া শিবিরে কিছু ধান্দাবাজ লোক ঢুকে গিয়েছে। এবিষয়ে এখনও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া মেলেনি।

সোমবার বিকেলেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda) সঙ্গে দেখা করে দলের আদিও নব্যদের মধ্যে দ্বন্দ্বের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। দলের শৃঙ্খলা রক্ষা করতে কড়া ব্যবস্থার কথা বলেছেন নাড্ডা। কিন্তু তার 24 ঘণ্টা কাটার আগেই ফের বিজেপির আদি বনাম নব্যের কোন্দল সামনে চলে এলো।

এদিকে ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বিজেপি একটা যাত্রার দল। ওরা এমন একটা দল যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। স্বার্থ মিটে গেলে মানুষকে ভুলে যায়। অনুব্রতর অভিযোগ, স্বয়ং প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন। কর্মীরাও তো সে ভাষাতেই কথা বলে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version