রাজ্যপাল ? না’কি রাজ্য বিজেপির প্রেস-সচিব?
মঙ্গলবার বিকেলে বিজেপি’র একদল বিধায়ক নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু অধিকারী৷ আর এইটুকু বার্তাই এদিন ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ আর রাজ্যপালের এই কীর্তি হাসির ফোয়ারা ছুটিয়েছে রাজনৈতিক মহলে৷
রাজভবনে যাচ্ছেন শুভেন্দুরা, ট্যুইট করে শুধুমাত্র এইটুকুই কেন জানালেন তিনি ?
আরও পড়ুন-দ্রুত হোক উপনির্বাচন: দাবি নিয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল
প্রসঙ্গত, আজ, মঙ্গলবার, বিকেল ৪টের সময় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দলের। জানা গিয়েছে সেই দলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা৷ এদিন সকালেই টুইটে রাজ্যপাল এই বিষয়ে লেখেন, “পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়কদের একটি প্রতিনিধি দল বিকেল ৪টের সময় রাজভবনে আসতে চলেছেন।”
এদিকে শোনা যাচ্ছে, মুকুল রায় ইস্যুতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে রাজ্যপালের কাছে নালিশ করতে পারেন শুভেন্দুরা।