রাজ্যে উপনির্বাচন করার দাবি নিয়ে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে তৃণমূলের (Tmc) প্রতিনিধিদল। তৃণমূল সূত্রের খবর, কম সময়ের মধ্যেই তারা উপনির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে পারবে। প্রচারের জন্য সাতদিন দিলেই হবে বলে জানাবে প্রতিনিধি দল।
এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, এই মুহূর্তে করোনা সংক্রমণের হার যথেষ্ট কম রয়েছে। দলনেত্রী জানিয়েছেন, কম সময়ের মধ্যেই তাঁরা উপনির্বাচনের প্রস্তুতি সেরে নিতে পারবেন। সুতরাং এই সময়টি উপনির্বাচন করার পক্ষে আদর্শ সময়।
তবে তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করেছেন বিজেপির (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, উপনির্বাচনের বিষয়টি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের বিবেচ্য। তবে পুরভোট রাজ্যের বিষয়। রাজ্য সরকার সেটা দ্রুত করার নির্দেশ দিক। শাসকদলের দাবি মেনে কবে রাজ্যে উপনির্বাচনে দিন ঘোষণা হয় সেটাই দেখার।