Sunday, November 2, 2025

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

Date:

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত ১৫ অগাস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষে দিতে হয়েছিল ভেন্টিলেশনে। বয়স হয়েছিল ৬২। অভিনয় ছাড়াও রাজনীতির ময়দানেও পা রেখেছিলেন তিনি।

অপরূপা ছবি থেকে কেরিয়ার শুরু জয়ের (Joy Banerjee)। বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। এর পরে সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একের পর এক হিট ছবিতে নায়ক ছিলেন জয়। তাঁর লিপে বহু গান সেই সময় জনপ্রিয় হয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান তিনি। টলিপাড়ায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও শোনা গিয়েছিল সেই সময়ে। তবে বেশ কিছুদিন হল অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি।

রাজনীতিতে যোগ দেন জয়। ২০১৪ ও ২০১৯ বীরভূম ও উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয়। কিন্তু ২০২১ সালের নভেম্বরে, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।

তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে প্রথমে বিয়ে হয় জয়ের। বিচ্ছেদের পরে বিয়ে করেন অঙ্কিতা বন্দ্যোপাধ্য়ায়কে। অভিনেতার সহকারী ছোটু সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৫ অগাস্ট তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। ১৭ অগাস্ট থেকে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানেই এদিন সকালে মৃত্যু হয় তাঁর। রয়েছেন জয়ের স্ত্রী ও মা। এদিনই তাঁর শেষকৃত্য হবে।

Related articles

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...
Exit mobile version