জলপাইগুড়িতেই (Jalpaiguri) তৈরি হচ্ছে অক্সিজেন কনসেনট্রেটর (oxygen concentrator plant)। এখানকার রাজবাড়ি পাড়ার ইন্টিগ্রেটেড ফায়ার প্রোটেকশন প্রাইভেট লিমিটেড এর ফ্যাক্টরিতে এই অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়েছেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর অনুজিৎ কুমার মুখার্জি। এই অক্সিজেন কনসেনট্রেটর (oxygen concentrator) এর উদ্বোধন করেন শিল্পপতি পুরজিৎ বক্সি গুপ্ত। সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর অনুজিৎ কুমার মুখার্জি জানান জলপাইগুড়ি শহর থেকে কেন অক্সিজেন কনসেনট্রেটর তৈরি হবে না এটা মাথায় ঘুরছিল। অক্সিজেনের চাহিদা এই করোনা কালে বেড়েছে। তাই স্বপ্ল মুল্যে এই অক্সিজেন কনসেনট্রেটর বানানো হয়েছে। জেলা শহরে অক্সিজেন কনসেনট্রেটর তৈরি হওয়ায় খুশি শহরবাসী। মাত্র ২৯৯৯৯ টাকায় আমরা এই প্রোটেবল অক্সিজেন কনসেনট্রেটর দেব। যাতে সবাই এই পরিষেবার সুযোগ নিতে পারে।
