ইংল‍্যান্ড সিরিজের আগে দুরন্ত ফর্মে অশ্বিন, কাউন্টি ম্যাচে এক ইনিংসে নিলেন ছ’টি উইকেট

ইংল‍্যান্ড ( England )সিরিজের আগে দুরন্ত ফর্মে রবিচন্দ্রন অশ্বিন( ravichandran ashwin)। এদিন কাউন্টি ম্যাচে এক ইনিংসে ছ’টি উইকেট পেলেন তিনি। সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে খেলছেন অশ্বিন।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাকি ক্রিকেটাররা যখন  ফুটবল বা টেনিস ম্যাচ দেখে ছুটি কাটাচ্ছেন সেখানে অশ্বিন ব্যস্ত কাউন্টিতে। মাঝে এক বার উইম্বলডনের খেলা দেখতে গিয়েছিলেন বটে। কিন্তু ইংল্যান্ড সিরিজকে মোটেই হালকা ভাবে নিতে রাজি নন তিনি। তাই তো ইংরেজদের বিরুদ্ধে নামার আগে নিজেকে একেবারে ঝালিয়ে নিতে চান অশ্বিন।

মাত্র ১৫ ওভার বল করেন অশ্বিন। তার মধ্যেই চারটি মেডেন দিয়ে ২৭ রানে তুলে নিয়েছেন ছ’টি উইকেট।

আরও পড়ুন:লিয়েন্ডার কী প্রেম করছেন কিম শর্মার সঙ্গে? জল্পনা তুঙ্গে