Sunday, August 24, 2025

কলকাতার বাসিন্দা পাকিস্তানি মহিলাকে ভ্যাকসিন দিলো না বেসরকারি হাসপাতাল

Date:

তিনি ৭বছর ধরে কলকাতার বাসিন্দা। বিবাহসূত্রেই এই শহরে বাস তাঁর। যদিও ভারতীয় নাগরিকত্বের কোনও নথি নেই তাঁর কাছে। তাই করোনা ভ্যাকসিনও পেলেন না তিনি।
শাহার কাইজার। বিয়ের পর থেকে ৭ বছর কলকাতায় রয়েছেন তিনি। তবে অবৈধ বাসিন্দা নন। বৈধ পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। আর সেই পাসপোর্ট দেখিয়েই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ওই পাকিস্তানি মহিলা। টাকাও জমা করেছিলেন। কোউইনে স্লট বুকিংও করেছিলেন। কিন্তু আধার না থাকায় ভ্যাকসিন পেলেন না শাহার কাইজার।

ঠিক কী ঘটেছিল?

গত, শুক্রবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে স্লট বুকিং করেন শাহার। এরপর ওই বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে যান তিনি। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ২ঘন্টা অপেক্ষা করানোর পর শাহারকে জানিয়ে দেওয়া হয়, আধার কার্ড না থাকায় তাঁকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য ভবনের কথাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে শাহারের দাবি, রেজিস্ট্রেশনের সময় বৈধ নথি হিসেবে পাসপোর্ট-এর উল্লেখ আছে। অন্য কোনও দেশের পাসপোর্ট বৈধ নয়, এরকম কোনও উল্লেখ নেই। এরপর রবিবার ফের কোউইনে নাম নথিভুক্ত করেন শাহার। গতকাল, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার স্লটে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে স্লট বুকিং করেছিলেন তিনি। কিন্তু সেখানেও আধার কার্ড না থাকায় ভ্যাকসিন পাননি শাহার।

এরপরই প্রশ্ন তোলেন ওই পাকিস্তানি মহিলা। তাঁর কথায়,
সাত বছর ধরে কলকাতায় বিবাহসূত্রে রয়েছেন তিনি। শুধুমাত্র আধার কার্ড না থাকার কারণেই ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হলেন। তাঁর দুটো সন্তান আছে। বিদেশি নাগরিক হলে কি টিকা মিলবে না? তাঁকে যদি অন্য কোনও দেশে যেতে হয়, সেক্ষেত্রে টিকা না নিয়ে তিনি কী করে যাবেন?

 

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version