Monday, November 3, 2025

কলকাতার বাসিন্দা পাকিস্তানি মহিলাকে ভ্যাকসিন দিলো না বেসরকারি হাসপাতাল

Date:

তিনি ৭বছর ধরে কলকাতার বাসিন্দা। বিবাহসূত্রেই এই শহরে বাস তাঁর। যদিও ভারতীয় নাগরিকত্বের কোনও নথি নেই তাঁর কাছে। তাই করোনা ভ্যাকসিনও পেলেন না তিনি।
শাহার কাইজার। বিয়ের পর থেকে ৭ বছর কলকাতায় রয়েছেন তিনি। তবে অবৈধ বাসিন্দা নন। বৈধ পাসপোর্ট রয়েছে তাঁর কাছে। আর সেই পাসপোর্ট দেখিয়েই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ওই পাকিস্তানি মহিলা। টাকাও জমা করেছিলেন। কোউইনে স্লট বুকিংও করেছিলেন। কিন্তু আধার না থাকায় ভ্যাকসিন পেলেন না শাহার কাইজার।

ঠিক কী ঘটেছিল?

গত, শুক্রবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে স্লট বুকিং করেন শাহার। এরপর ওই বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে যান তিনি। কিন্তু হাসপাতালের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে অপেক্ষা করতে বলা হয়। প্রায় ২ঘন্টা অপেক্ষা করানোর পর শাহারকে জানিয়ে দেওয়া হয়, আধার কার্ড না থাকায় তাঁকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। স্বাস্থ্য ভবনের কথাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে শাহারের দাবি, রেজিস্ট্রেশনের সময় বৈধ নথি হিসেবে পাসপোর্ট-এর উল্লেখ আছে। অন্য কোনও দেশের পাসপোর্ট বৈধ নয়, এরকম কোনও উল্লেখ নেই। এরপর রবিবার ফের কোউইনে নাম নথিভুক্ত করেন শাহার। গতকাল, মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টার স্লটে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে স্লট বুকিং করেছিলেন তিনি। কিন্তু সেখানেও আধার কার্ড না থাকায় ভ্যাকসিন পাননি শাহার।

এরপরই প্রশ্ন তোলেন ওই পাকিস্তানি মহিলা। তাঁর কথায়,
সাত বছর ধরে কলকাতায় বিবাহসূত্রে রয়েছেন তিনি। শুধুমাত্র আধার কার্ড না থাকার কারণেই ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হলেন। তাঁর দুটো সন্তান আছে। বিদেশি নাগরিক হলে কি টিকা মিলবে না? তাঁকে যদি অন্য কোনও দেশে যেতে হয়, সেক্ষেত্রে টিকা না নিয়ে তিনি কী করে যাবেন?

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version