ঈদের কারণে বাংলাদেশে চলা কঠোর বিধিনিষেধ শিথিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আগামী বুধবার, ২১ জুলাই পবিত্র ঈদ। এই কারণে বাংলাদেশে চলা কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। বুধবার রাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। তবে বিধিনিষেধ শিথিল করা হলেও মাস্ক পড়তে হবে। করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে বলেও জানানো হয়েছে।

এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে বাংলাদেশ সরকার । জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সব বিধিনিষেধ আছে তা ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করা হয়েছে। অর্থাৎ , এই সময়ে সব দোকান বাজার হাট খোলা থাকবে, চলবে গণপরিবহন। তবে ঈদের পরেই করোনা নিয়ন্ত্রণে ফের জারি করা হবে কঠোর বিধিনিষেধ। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে। সেই সময় সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহণ সহ সব যানবাহন এবং শপিং মল ও দোকানপাট বন্ধ থাকবে। এর পাশাপাশি সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে।
ঈদের সময়ে ‘কোরবানির’ হাটও বসবে।করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে গত à§§ জুলাই কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছিল । প্রথমে সাত দিনের জন্য তা জারি করা হলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ, গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ-এর জীবিকার কথা চিন্তা করে এবং সামনেই ঈদের আগে এই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।