Friday, December 19, 2025

বদল নয়, লোকসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন অধীরই

Date:

Share post:

গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিলেন অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। আসল ও বাদল অধিবেশনে সংসদের বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকছেন নাকি অন্য কেউ তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার কংগ্রেস(Congress) সূত্রে জানা গেল, কোনও বদল নয়, আসন্ন বাদল অধিবেশনে লোকসভায় বিরোধী দলনেতার(opposition leader) ব্যাটন থাকছে অধীরের হাতেই।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের সঙ্গে সেতুবন্ধ তৈরি করতে মমতার ঘোর সমালোচক অধীরকে সরানোর দাবি উঠেছিল। পাশাপাশি দলের বিক্ষুব্ধ নেতাদের থামাতেই অধীরকে সরানোর বিষয়ে আলোচনা শুরু করেছিল জাতীয় কংগ্রেস। তবে বিক্ষুব্ধ নেতাদের থামানোর জন্য অধীরের মত একজন নেতাকে সরানো কখনই উচিত নয়, এমনটাই জানিয়েছে দলের বড় অংশ। যার ফলে অধীরেই আস্থা রেখেছেন সোনিয়া গান্ধী। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে অধীরকে সরানোর কোনওরকম সম্ভাবনা নেই। এদিক থেকে অবশ্য সোনিয়া গান্ধীর সঙ্গে অধীরের সুসম্পর্ক সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের খাতে ঢুকবে ২৮%; স্বস্তির হাওয়া

অন্যদিকে, আরো একটি বিষয় নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। গত মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। অনুমান করা হচ্ছিল, যেহেতু পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে নিজের উপদেষ্টা পদে নিয়োগ করেছেন। ফলে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাবকে সামলাতে রাহুলের সঙ্গে আলোচনা করেছেন পিকে। যদিও কংগ্রেস সে দাবি উড়িয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে জল্পনা চলছে হয়ত ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা হতে পারে পিকে ও রাহুল গান্ধীর।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...