Sunday, November 9, 2025

বদল নয়, লোকসভায় বিরোধী দলনেতার গুরুদায়িত্ব সামলাবেন অধীরই

Date:

গত কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিলেন অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)। আসল ও বাদল অধিবেশনে সংসদের বিরোধী দলনেতা হিসেবে তিনি থাকছেন নাকি অন্য কেউ তা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার কংগ্রেস(Congress) সূত্রে জানা গেল, কোনও বদল নয়, আসন্ন বাদল অধিবেশনে লোকসভায় বিরোধী দলনেতার(opposition leader) ব্যাটন থাকছে অধীরের হাতেই।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের সঙ্গে সেতুবন্ধ তৈরি করতে মমতার ঘোর সমালোচক অধীরকে সরানোর দাবি উঠেছিল। পাশাপাশি দলের বিক্ষুব্ধ নেতাদের থামাতেই অধীরকে সরানোর বিষয়ে আলোচনা শুরু করেছিল জাতীয় কংগ্রেস। তবে বিক্ষুব্ধ নেতাদের থামানোর জন্য অধীরের মত একজন নেতাকে সরানো কখনই উচিত নয়, এমনটাই জানিয়েছে দলের বড় অংশ। যার ফলে অধীরেই আস্থা রেখেছেন সোনিয়া গান্ধী। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে অধীরকে সরানোর কোনওরকম সম্ভাবনা নেই। এদিক থেকে অবশ্য সোনিয়া গান্ধীর সঙ্গে অধীরের সুসম্পর্ক সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: DA বাড়াল কেন্দ্র, সরকারি কর্মীদের খাতে ঢুকবে ২৮%; স্বস্তির হাওয়া

অন্যদিকে, আরো একটি বিষয় নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। গত মঙ্গলবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন। অনুমান করা হচ্ছিল, যেহেতু পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে নিজের উপদেষ্টা পদে নিয়োগ করেছেন। ফলে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত পাঞ্জাবকে সামলাতে রাহুলের সঙ্গে আলোচনা করেছেন পিকে। যদিও কংগ্রেস সে দাবি উড়িয়ে দিয়েছে। এহেন পরিস্থিতিতে জল্পনা চলছে হয়ত ২০২৪ এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিজেপি বিরোধী জোট গঠনের বিষয়ে আলোচনা হতে পারে পিকে ও রাহুল গান্ধীর।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version