Monday, November 10, 2025

কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ১৯২তম বর্ষ উদযাপন হল গত ১৩ জুলাই । ভারতে প্রথম স্কটিশ মিশনারি রেভারেন্ড ড. আলেক্সান্ডার ডাফ, রাজা রাম মোহন রায়ের সহায়তায় ১৮৩০ সালে এই মহাদেশের অন্যতম প্রাচীন বিদ্যালয় জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউশন শুরু করেছিলেন । যা কালক্রমে স্কটিশ স্কুল ও কলেজ নামে বিশাল মহীরুহে পরিণত। এর সুদীর্ঘ ঐতিহ্য শত শত ছাত্রের বিরল কৃতিত্বে উজ্জ্বল ।
স্কুলের জন্মদিনে এর প্রাক্তনী সংসদ দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এলুমনি এসোসিয়েশন এদিন স্কুল প্রাঙ্গনে ১২ তম বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করেছিল । স্কুলের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও স্কটিশ পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে কোভিড ১৯ প্রতিরোধে প্রথম ডোজের টিকাকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।
এদিন ২৭ জন প্রাক্তনী ও তাঁদের পরিবারের সদস্যরা রক্ত দান করেন। টিকা নেন ২৩৫ জন। এইদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলকাতার মহামান্য বিশপ ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দ্য রাইট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং তাঁর প্রার্থনা দিয়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক রেভারেন্ড বিশ্বজিৎ বিশ্বাস। প্রথম টিকাটি তাঁকেই দেওয়া হয়। এই উপলক্ষ্যে স্কুলের যে সমস্ত ছাত্র, শিক্ষাকর্মীরা তাদের পরিবারের সদস্যদের কোভিডের কারণে হারিয়েছেন তাঁদের হাতে প্রাক্তনীদের পক্ষ থেকে সামান্য অর্থ সাহায্য তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক বিভাস সানিয়েল। এই পরিবারগুলির ছাত্রদের স্কুলে পড়াশোনার যাবতীয় খরচের ভার নেবে স্কুল, এই প্রতিশ্রুতি দেন প্রধান শিক্ষক সানিয়েল।
স্কুলের প্রাক্তনীদের ১৯৭৬ সালের ব্যাচ থেকে একটি চেক তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের হাতে। এদিন প্রাক্তনী সংসদের সভাপতি ও প্রাক্তন শিক্ষক নিমাই চাঁদ দে সহ উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হয়। সমগ্র আয়োজনটি সুষ্ঠ ভাবে পরিকল্পনা ও আয়োজন করায় সঞ্জয় সিংহ রায় ও তার ১৯৮৬ বন্ধুদের দল এবং প্রবীর কুমার পাল, সম্রাট পাল ও তার ১৯৯১ সালের বন্ধুরা এবং টিম এলুমনির সদস্যদের আন্তরিক অবদান ও দূরদূরান্তে ছড়িয়ে থাকা স্কুলের প্রাক্তনীদের সাহায্য বিশেষ করে উল্লেখ করেন সম্পাদক অধ্যাপক ড. চন্দন কুমার পাল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version