Monday, August 25, 2025

৪০ হাজারের গণ্ডি ছাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, বাড়ছে সক্রিয় রোগীও

Date:

উদ্বেগ বাড়িয়ে ফের দেশে উর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। তবে গত কয়েকদিনের তুলনায় মৃত্যু অনেকটাই কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এমনকি চিন্তা বাড়াচ্ছে সক্রিয় রোগীর সংখ্যাও। একটানা বেশ কিছুদিন দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারা অব্যাহত ছিল। তাতেও পরিবর্তন এসেছে।  গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার সক্রিয় রোগী বেড়েছে। দেশে এখন মোট ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন সক্রিয় রোগী রয়েছেন।

রাজ্য ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের হার অনান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। ত ২৪ ঘণ্টায় কেরলে নতুন আক্রান্ত ১৫ হাজার ৬৩৭ এবং মহারাষ্ট্রে ৮ হাজার ৬০২ জন। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে তা আড়াই হাজার।

অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের অসম ও অনান্য রাজ্যগুলির অবস্থাও বেশ উদ্বেগজনক। অসমে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশ বেশি। মণিপুরেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  ১ হাজার ১০৪। এছাড়াও ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরামে রোজই সংক্রমণ হচ্ছে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version