নিষ্ক্রিয় করা হল বীরভূমে উদ্ধার হওয়া ৩০টি বোমা

বীরভূমের সাহাপুর গ্রামে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড (Bomb Disposal Squared)। বুধবার, ওই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। সাহাপুর সংলগ্ন তুরুপগড়িহাট গ্রামে এক ব্যক্তির বাড়িতে বোমা বিস্ফোরণ (Explosion) হয়। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

দুবরাজপুরের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ খুনের মামলায় মূল সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সাহাপুর গ্রাম। বুধবার, গ্রামে অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে।