Monday, November 10, 2025

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাকাপোক্ত ছাউনি বানিয়েছে চিন, বেজায় ক্ষুব্ধ দিল্লি

Date:

প্রকৃত নিয়ন্ত্রণরেখা (line of actual control) মাত্র কয়েক কিলোমিটার দূরে। আর সেখানেই পরপর পাকাপোক্ত সেনাছাউনি (concrete army camp) বানিয়ে ফেলেছে চিন। ভারত-চিন সীমান্তে (Indo China border) নজরদারি বাড়াতে এবং নিয়ন্ত্রণরেখায় (line of control) নতুন করে অশান্তি সৃষ্টি করতে এই পদক্ষেপ বলে মনে করছে দিল্লি। অতি সম্প্রতি দু’দেশের বিদেশমন্ত্রী (Central foreign minister s Jaishankar) মুখোমুখি হয়ে পারস্পরিক শান্তি স্থাপনের বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারই মধ্যে চিনের এই পদক্ষেপ বেজায় চিন্তায় ফেলেছে দিল্লিকে। ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত-চিন সীমান্তের কাছে নাকু লাতে এই ধরনের বেশ কয়েকটি কংক্রিটের ক্যাম্প তৈরি করেছে চিন। পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশেও এই ধরনের কংক্রিটের ক্যাম্প নজরে পড়েছে। শুধুমাত্র সেনাদের থাকার জন্য কংক্রিটের ঘরই নয়, পাকা রাস্তাও তৈরি করেছে বেজিং। আর এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজরদারি শুরু করেছে ভারত। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চির এই ছাউনি গুলিতে সেনাবাহিনী এনে জড়ো করছে। যাতে প্রয়োজন পড়লেই দ্রুত সীমান্তে পৌঁছে যাওয়া যায়।

সেই সঙ্গে এমন আশঙ্কাও করা হচ্ছে যে, এই ছাউনি গুলি থেকে অতর্কিতে হামলা চালাতে পারে চিন। এদিকে অতি সম্প্রতি তাজিকিস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়ঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে বৈঠক করার ক্ষেত্রে সায় দিয়েছেন তাঁরা দু’জনেই। বৈঠকের পর টুইট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ‘স্টেটাস কো-র পরিবর্তন কখনই গ্রহণযোগ্য নয়।’ এ কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও চিন প্রতিশ্রুতি ভঙ্গ করায় বেজায় ক্ষুব্ধ দিল্লি।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version