Saturday, August 23, 2025

ইউপি-কে প্রশংসা করা নিয়ে মোদিকে খোঁচা: টিকা চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

Date:

ভ্যাকসিন চেয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেদিনই চিঠি পাঠিয়েছেন মমতা, যেদিন করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সেই প্রশংসা নিয়েও মোদিকে খোঁচা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, “প্রধানমন্ত্রী যাই বলুন না কেন টিকাকরণের দেশের মধ্যে এগিয়ে বাংলা।”

বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি টিকা দেওয়া হচ্ছে। “সে পাক। সকলের টিকার অধিকার আছে। কিন্তু বিজেপিশাসিত রাজ্য বলে বেশি টিকা পাবে। সেটা ঠিক নয়।”

মুখ্যমন্ত্রী জানান, কোভিড (Covid) পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দৈনিক সংক্রমণ ৮০০ থেকে ৯০০-এর মধ্যে রয়েছে।আরও কমানোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই আড়াই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে মোট ১৪ কোটি ভ্যাকসিন প্রয়োজন। এরপরই কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, “আমরা ভ্যাকসিন (Vaccine) পাচ্ছি না। আজ পর্যন্ত পেয়েছি মাত্র ২.১২ কোটি। নিজেরা ষাট কোটি টাকা খরচ করে ১৮ লক্ষ টিকা কিনেছি। কিন্তু আমাদের কাছে টিকাই আসছে না।”

মুখ্যমন্ত্রীর দাবি, ভ্যাকসিনেশনের কাজ সব থেকে ভাল হয়েছে বাংলায়। সবচেয়ে কম ভ্যাকসিন নষ্ট হয়েছে বাংলায়। এরপরেই তিনি জানান, “আমি আজও প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনের জন্য চিঠি লিখেছি। হয়তো উত্তর পাব না। কিন্তু আমার দায়িত্ব জানানো, তাই চিঠি লিখে জানালাম”।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version