Thursday, December 4, 2025

যোগী রাজ্যে দশম-দ্বাদশের পাঠ্যক্রম থেকে বাদ রবীন্দ্রনাথ, পড়ানো হবে রামদেবের বই!

Date:

Share post:

যোগী (Yogi Adityonath) রাজ্য উত্তর প্রদেশে (UP) এবার সিলেবাসে গেরুয়াকরণ। দশম ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ পড়লেন রবীন্দ্রনাথ (Rabindranath Tagore)। এশিয়ার প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর লেখা বিখ্যাত গল্প “দ্য হোম কামিং’’ (ছুটি গল্পের ইংরেজি তরজমা) বাদ দেওয়া হলো সিলেবাস থেকে। যা নিয়ে দেশের শিক্ষামহলে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠছে।

শুধু রবীন্দ্রনাথ নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণণ, আর কে নারায়ণনের লেখা উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দিল যোগী আদিত্যনাথের বিজেপি (BJP) পরিচালিত সরকার। সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে এ.এল. বাশামের ‘’দ্য হেরিটেজ অফ ইন্ডিয়া’’ ছাড়াও রাধাকৃষ্ণণের রচনা ‘’দা উইমেনস এডুকেশন’’ দ্বাদশ শ্রেণির পাঠক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

দেশে এখন নতুন দার্শনিক ও লেখকের আবির্ভাব হয়েছে। যাঁদের লেখায় রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণণ, আর কে নারায়ণনের থেকেও উৎকর্ষ বলে মনে করছেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের পণ্ডিতরা। যেখানে একটি সুপারিশ অনুযায়ী, রামদেব এবং যোগী আদিত্যনাথের বই রাজ্য সরকার পরিচালিত চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ে দর্শনের সিলেবাসের অংশ হবে। রামদেবের ‘’যোগ চিকিৎসা রহস্য’’, যা অসুস্থতা নিরাময়ের ক্ষেত্রে যোগের উপযোগিতা নিয়ে লেখা এবং আদিত্যনাথের ‘’হঠযোগা স্বরূপ এবং সাধনা’’ সিলেবাসে ঢুকেছে। এবার স্কুল সিলেবাসে রবীন্দ্রনাথদের বাদ দিয়ে নয়া কোনও লেখকের লেখা নিশ্চয় অন্তর্ভুক্ত হবে।

এই নয়া শিক্ষাবর্ষে আর কে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজারস ডে’ এবং মুল্ক রাজ্ আনন্দের ‘দা লস্ট চাইল্ড’-ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। জন মিল্টন এনং পি বি শেলির মতো নামী কবিদের কবিতাও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হবে না। স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক সরোজিনী নাইডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ যা দশম শ্রেণির পাঠ্যক্রমের অংশ ছিল, সেটিও এবার সরিয়ে ফেলা হল। একইভাবে চক্রবর্তী রাজাগোপালাচারি, ডাব্লু এম রা়য়বার্ন এবং আর শ্রীনিবাসনের লেখাও বাতিলের খাতায়। রাজ্য সরকারের কাছ থেকে বাতিলের অনুমোদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত পাকা হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই নতুন সিলেবাস অনলাইনে আপলোড করা হবে বলে জানিয়েছেন পর্ষদের আধিকারিকরা।

আরও পড়ুন:ট্রলারডুবি : নিখোঁজ ১০ মৎস্যজীবীর মধ্যে ৯ জনের দেহ উদ্ধার হল 

 

spot_img

Related articles

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...