Friday, August 22, 2025

মমতার সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছে বিজেপি বাহিনী

Date:

২০২৪- এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে বিরোধী ঐক্যে শান দিতে চলতি মাসেই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সফরে রাষ্ট্রপতি(president) ও প্রধানমন্ত্রীর(Prime Minister) সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এদিকে মমতার দিল্লি সফরের মাঝেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বিজেপির(BJP) পরিষদীয় দল। শুক্রবার বিধানসভায় এমনটা জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

বিধানসভা নির্বাচনের শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। যেনতেন প্রকারে সরকারকে সমস্যায় ফেলতে চলছে নানান ধরনের ষড়যন্ত্র। সম্প্রতি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে দিল্লি সফর সেরে এসেছেন শুভেন্দুরা। বিজেপিকে এদিক থেকে যোগ্য সঙ্গ দিয়ে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। এরই মাঝে ভ্যাকসিন কান্ড ও পিএসি চেয়ারম্যান মুকুল রায়কে বসানোর নিয়েও সরকারের বিরুদ্ধে সরব হয়েছে গেরুয়া বাহিনী। রাজ্যপালের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সমস্ত জায়গায় চলছে অভিযোগ জানানোর পর্ব। এবার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আবেদন জানানো হয়েছে। জানা যাচ্ছে, মমতার দিল্লি সফরের মাঝেই রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাতে যাবে রাজ্য বিজেপির পরিষদীয় দল। তবে মমতার সফরের মাঝেই বিজেপির এই সফর নিয়ে রাজনৈতিক মহলের অনুমান, মমতা দিল্লি থাকাকালীন রাষ্টপতির কাছে বাংলার পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায় তারা।

আরও পড়ুন:মুকুলকে ‘টাইট’ দিতে রাজ্যসভা ভোটে প্রার্থী দিতে চায় বিজেপি’র একাংশ

অন্যদিকে পিএসি চেয়ারম্যান পদ থেকে মুকুলকে সরাতে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। শুক্রবার সেই আবেদনের শুনানিতে আরও বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন স্পিকার। সেই সমস্ত তথ্য জমা দেওয়ার পর ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। স্পিকারের কাছে আবেদন জানালেও এ বিষয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version