Friday, January 9, 2026

ভুয়ো ইডি অফিসার সেজে প্রতারণার চেষ্টা সাংসদ শান্তনু সেনকে!

Date:

Share post:

ভুয়ো ইডি অফিসার সেজে এক ব্যক্তি প্রতারণার চেষ্টা করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। জানা গিয়েছে, তাকে ফোন করে এক ব্যক্তি ভুয়ো ইডি অফিসার বলে নিজেকে পরিচয় দেন। বছর ৩৮ এর ওই ব্যক্তি শান্তনু মিত্র নামে ফোন করে ইডি অফিসার পরিচয়ে। অভিযুক্তের আসল নাম চন্দন রায়। দমদমের ১৬৯, গোরক্ষবাসী লেনের বাসিন্দা । এই ব্যক্তির বাবার নাম সুবীর কুমার রায়। এই ঘটনায় লালবাজারে অভিযোগ দায়ের করেছেন সাংসদ শান্তনু সেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির -১৭০ /৪১৯ /৩৮৪ /৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।

শহরে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ভুয়ো আইপিএস অফিসার দেবাঞ্জন দেব। ভুয়ো সিবিআই অফিসার শুভদীপকেও গ্রেফতার করেছে পুলিশ। ভুয়ো সিবিআইয়ের আইনজীবী পরিচয় দেওয়া ব্যক্তি সনাতনকেও গ্রেফতার করেছে পুলিশ। শহর জুড়ে ভুয়ো পরিচয়ে দিয়ে মানুষককে প্রতারণা করছেন এরা। এ প্রসঙ্গে শান্তনু সেন বলেন , ‘‌এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(‌‌ইডি‌) অফিসার পরিচয়ে আমায় এক ব্যক্তি ফোন করে। ফোন করে প্রতরণা করার চেষ্টা চালায়। ইডি অফিসার পরিচয়ে ওই ব্যক্তি আমার থেকে টাকা চায়। ওই ব্যক্তি আমায় বলে ইডি সংক্রান্ত বিভিন্ন কাজে সাহায্য করবে। এবিষয়ে আমার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি লালবাজারে জানাই। অভিযোগ পেয়েই লালবাজারের গোয়েন্দারা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।’
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। ভুয়ো ইডির পরিচয় দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। তাকে ধর্মতলার ১২বি বাসস্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয় । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। এর পিছনে আরও কেউ যুক্ত আছে কিনা সে বিষয়েও তদন্ত করে খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। ওই ব্যক্তি ভুয়ো ইডি অফিসার সেজে আরও কতজনের সঙ্গে প্রতারণা করেছ সে বিষয়েও খোঁজ করছে পুলিশ। দ্রুত বিষয়টি জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা ।

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...