Wednesday, May 7, 2025

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যনেজারকে তলব করল আবগারি বিভাগ

Date:

পার্ক হোটেল কাণ্ডে এবার হোটেলের ম্যানেজারকে তলব করল আবগারি বিভাগ। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছে তারা। শুধু তাই নয় হোটেলের মদ্যপানের বিষয়টি খতিয়ে দেখছে বিভাগের আধিকারিকরা।

হোটেল কাণ্ডের বিষয়টি  কলকাতা পুলিশে আধিকারিকরা খতিয়ে দেখার পর এবার তার তদন্তভার নিয়েছে আবগারি বিভাগ।জানা গেছে, হোটেলে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়, তার সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে চেয়েছে আবগারি বিভাগ কর্তৃপক্ষ।পাশাপাশি, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করা হয় তাও খতিয়ে দেখা হবে। কারণ হোটেল কর্তৃপক্ষের দাবি, সাটার্ডে পার্টির দিন মদ এসেছিল বাইরে থেকে। তাই এবার তার সত্যতা যাচাই করতে উঠে পড়ে লেগেছে আবগারি দফতর। এমনকি মদের সঙ্গে অন্য কোনও মাদকদ্রব্য সরবরাহ করা হয় কিনা, তা জানতেও তৎপর বিভাগের আধিকারিকরা।

ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখান থেকে কোনওরকম মদ সরবরাহ করা যাবে না বলে সাফ জানিয়েছে তারা।

প্রসঙ্গত, করোনা আবহেই মধ্যরাতে তারস্বরে ডিজে চালিয়ে পার্ক স্টিটের অভিজাত হোটেলে চলছিল নাইট পার্টি। আর তাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। হোটেল থেকে গ্রেফতার করা হয় ৩৭ জনকে। এমনকি বাজেয়াপ্ত করা হয় মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি সহ বিদেশি মদের বোতল ও গাঁজা। ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার। পুলিশ সূত্রের খবর লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version