Sunday, August 24, 2025

কান্দাহারে সংঘর্ষের মাঝে পড়ে মৃত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী

Date:

সম্প্রতি বিপদ আঁচ করে আফগানিস্তানে(Afghanistan) কান্দাহার(khandhar) থেকে ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে এনেছে সরকার। তবে পেশার তাগিদে সেই আফগানিস্তানে উপস্থিত হয়েছিলেন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী(Danish Siddiqui)। নিয়মিত পাঠাচ্ছিলেন খবর ও ছবি। তবে কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হল সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক(photojournalist) দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ভারতে(India) নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই।

শুক্রবার এক টুইটে ফরদি মামুন্দজাই লেখেন, ‘গত রাতে কান্দাহারে আমার বন্ধু দানিশ সিদ্দিকীর মৃত্যুর খবরে আমি শোকাহত। আফগান বাহিনীর ঘেরাটোপে ছিলেন ভারতীয় সাংবাদিক এবং পুলিৎজার পুরস্কারজয়ী। কাবুলে যাওয়ার দু’সপ্তাহ আগে ওঁনার সঙ্গে দেখা করেছিলাম আমি। তাঁর পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ আফগান সংবাদমাধ্যম নিউজ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে দানিশের। বুধবার স্পিন বলডাক এলাকায় পাকিস্তান সীমান্ত বরাবর একটি গুরুত্বপূর্ণ ক্রসিং দখল করে নিয়েছে তালিবানরা। এই এলাকা পাকিস্তান-অধ্যুষিত বালোচিস্তানের চামানের সঙ্গে আফিগানিস্তানের যোগাযোগ স্থাপন করেছে। আফগান সরকারের আন্তঃসীমান্ত যাতায়াত এবং বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল। বৃহস্পতিবার আফগান বাহিনীর তরফে জানানো হয়, স্পিন বলডাক এলাকা পুনদর্খল করা হয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তালিবানরা। সম্প্রতি খবর সংগ্রহের জন্য এই এলাকাতেই উপস্থিত হয়েছিলেন চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকী। বৃহস্পতিবার তালিবান ও আফগান সেনার সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:দীনেশ ত্রিবেদীর ছাড়া রাজ্যসভা আসনে ভোট ৯ আগস্ট, বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় এক পুলিশ অফিসারকে উদ্ধারের জন্য আফগান স্পেশাল ফোর্সের একটি অভিযান নিয়ে খবর করেছিলেন দানিশ। সেই অভিযানে দানিশের তোলা একাধিক ছবিও প্রকাশিত হয়। যেখানে দেখা যায় কিভাবে আফগান বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তালিবানরা। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে দেখা যাচ্ছে তালিবানরা রকেট হামলা চালাচ্ছে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে।

 

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version