শুভেন্দুর নিরাপত্তারক্ষীর রহস্য মৃত্যু তদন্তে তমলুকের পুলিশ লাইনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো CID

রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) প্রাক্তন দেহরক্ষী (Ex Bodyguard) শুভব্রত চক্রবর্তীর (Suvobrata Chakraborty) রহস্য মৃত্যুর (Mysterious Death) ঘটনার তদন্তে আরও তৎপর CID. রহস্যের শিকড়ে পৌঁছাতে এবার সোজা জেলা পুলিশ লাইনে (Police Line) হাজির তদন্তাকরীরা। সেখানে গিয়ে তাঁত শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। প্রায় ৭ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এরপর গভীর রাতে পুলিশ লাইন থেকে বের হন তদন্তকারীরা।

 

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনে CID-এর ৪ সদস্যের একটি বিশেষ টিম শুভব্রত চক্রবর্তীর ১১ জন সহকর্মীর সঙ্গে কথা বলেন।ঘটনার দিনে ঠিক কখন কী কী ঘটেছিল সেই সমস্ত তথ্য

শুভব্রতের সেই সময়কার সহকর্মীদের থেকে জানতে চান CID অফিসাররা।

প্রসঙ্গত, ২০১৮ সালে শুভব্রতর রহস্যজনক মৃত্যুর হয়। আড়াই বছর পর ফের স্বামীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁদের দায়ের করা FIR-এ নাম রয়েছে বিরোধী দলনেতার, এমনটাই সূত্রের খবর৷ তাই শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েই

কাঁথিতে বিজেপি নেতার শান্তিকুঞ্জের লাগোয়া বাড়িতে যায় CID। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। জানা গিয়েছে অধিকারিদের শান্তিকুঞ্জের বিপরীতে একটি গ্যারেজ লাগোয়া বাড়িতেই শুভব্রত চক্রবর্তী-সহ থাকতেন তাঁদের দেহরক্ষীরা।

 

 

 

 

Previous articleঅ্যান্টিগুয়া ফিরেই ভারতের বিরুদ্ধে ‘অপহরণের চেষ্টার’ অভিযোগ তুললেন মেহুল
Next article২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, জানালো মধ্যশিক্ষা পর্ষদ