Sunday, November 16, 2025

শতাব্দীর বৈঠকে সৌজন্যতার নজির: এলাকার সমস্যা জানালেন বিজেপি বিধায়ক

Date:

রাজ্য পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। বিধানসভার অধিবেশনও তার ব্যাতিক্রম নয়। কিন্তু এই পরিস্থিতিতেও ভিন্ন ছবি বীরভূমে (Birbhum)। তৃণমূল (Tmc) সাংসদ শতাব্দী রায়ের (Satandi Ray) তহবিলের টাকায় এলাকার উন্নয়ন সংক্রান্ত বৈঠকে উপস্থিত জেলার একমাত্র বিজেপি (Bjp) বিধায়ক৷ শুধু উপস্থিত থাকাই, বৈঠকে সবথেকে বেশি বক্তব্য রাখার সুযোগও পেয়েছেন তিনি।

বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধু দুবরাজপুরে জয়ী হয়েছে বিজেপি৷ সিউড়িতে জেলাশাসকের দফতরে এলাকার উন্নয়ন নিয়ে ডাকা বৈঠকে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়৷ তাঁর সাংসদ তহবিলের অর্থে কোন এলাকায় কী উন্নয়ন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়৷ ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপকুমার সাহাও (Anupkumar Saha)। তাঁর বিধায়ক এলাকার বিভিন্ন সমস্যার কথা বৈঠকে তুলে ধরেন৷

বৈঠক শেষে তৃণমূল সাংসদ বলেন, “ওনাকেই সবথেকে বেশি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে৷ তিনি তাঁর এলাকার সমস্যার কথা বলেছেন”৷ অনুপ সাহাও বলেন, “আমার এলাকার যে সমস্যাগুলো দ্রুত সমাধানের প্রয়োজন, সেই বিষয়গুলি তুলে ধরেছি৷ আমার কথা শোনা হয়েছে”৷

যে কোনও প্রশাসনিক বৈঠকেই রাজনৈতিক ভেদাভেদের অভিযোগ উঠেছে৷ অনেক ক্ষেত্রেই কেন্দ্র-রাজ্য সংঘাতে একদল আমন্ত্রণ পাচ্ছে এবং আর একবার আমন্ত্রণ পারছে না বলে অভিযোগ উঠেছে৷ সে দিক দিয়ে এ দিনের বৈঠক সৌজন্যতার অনন্য নজির।

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version