Sunday, November 9, 2025

বার্লার চার্মুচির বহুতল, চা বাগানের বাড়ি নিয়ে তদন্তের দাবি বিজেপির আদি নেতাদের

Date:

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ডুয়ার্সের চামুর্চির মোড়ে বহুতল ও লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি নিয়ে এবার তদন্তের দাবি তুললেন বিজেপির আদি নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ি জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানে। তিনি একসময় ওই চা বাগানেরই শ্রমিক ছিলেন। অভিযোগ, সরকারি লিজের জমিতে তিনতলা বাড়ি তৈরি করেছেন মোদির মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক রাষ্ট্রমন্ত্রী। বঙ্গ-বিজেপির আদি নেতাদের দাবি, মানুষের কাছে দলের স্বচ্ছতা তুলে ধরতে আসল বিষয়টি জনসমক্ষে নিয়ে আসা উচিত। দল খোঁজ নিক, কথা বলুক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।

এ বিষয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা প্রশ্ন তোলেন ওই বাড়ি তৈরির টাকার উৎস নিয়ে। চামুর্চিতে বার্লার বহুতল নির্মাণের বিষয় নিয়ে তৃণমূলের জলপাইগুড়ির জেলা সভাপতি কিষাণ কল্যাণীর অভিযোগ, সরকারি জমিতে ওই বিল্ডিং নির্মাণ হচ্ছে। ইতিমধ্যেই কিষাণ জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কাছে এ বিষয়ে অভিযোগ জানান। তৃণমূলের অভিযোগ পাওয়ার পরেই জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তদন্তের নির্দেশ দেন। ভূমিদফতরের আধিকারিকরা তদন্ত করে জানায়, জমিটি পূর্তদফতরের। এরপরই জেলাশাসক ওই নির্মাণের বিরুদ্ধে পূর্তদফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অবশ্য এ বিষয় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার।

আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

যদিও ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, জন বার্লা মন্ত্রী হয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশপাশি সাধারণ মানুষও এ নিয়ে প্রশ্ন তোলায় এবার বিজেপির অন্দরেও তদন্তের দাবি উঠল।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version