কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ডুয়ার্সের চামুর্চির মোড়ে বহুতল ও লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি নিয়ে এবার তদন্তের দাবি তুললেন বিজেপির আদি নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ি জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানে। তিনি একসময় ওই চা বাগানেরই শ্রমিক ছিলেন। অভিযোগ, সরকারি লিজের জমিতে তিনতলা বাড়ি তৈরি করেছেন মোদির মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক রাষ্ট্রমন্ত্রী। বঙ্গ-বিজেপির আদি নেতাদের দাবি, মানুষের কাছে দলের স্বচ্ছতা তুলে ধরতে আসল বিষয়টি জনসমক্ষে নিয়ে আসা উচিত। দল খোঁজ নিক, কথা বলুক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন
যদিও ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, জন বার্লা মন্ত্রী হয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশপাশি সাধারণ মানুষও এ নিয়ে প্রশ্ন তোলায় এবার বিজেপির অন্দরেও তদন্তের দাবি উঠল।