Thursday, August 28, 2025

বার্লার চার্মুচির বহুতল, চা বাগানের বাড়ি নিয়ে তদন্তের দাবি বিজেপির আদি নেতাদের

Date:

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ডুয়ার্সের চামুর্চির মোড়ে বহুতল ও লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়ি নিয়ে এবার তদন্তের দাবি তুললেন বিজেপির আদি নেতারা। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার বাড়ি জলপাইগুড়ির লক্ষ্মীপাড়া চা বাগানে। তিনি একসময় ওই চা বাগানেরই শ্রমিক ছিলেন। অভিযোগ, সরকারি লিজের জমিতে তিনতলা বাড়ি তৈরি করেছেন মোদির মন্ত্রিসভার সংখ্যালঘু বিষয়ক রাষ্ট্রমন্ত্রী। বঙ্গ-বিজেপির আদি নেতাদের দাবি, মানুষের কাছে দলের স্বচ্ছতা তুলে ধরতে আসল বিষয়টি জনসমক্ষে নিয়ে আসা উচিত। দল খোঁজ নিক, কথা বলুক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।

এ বিষয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া গঙ্গাপ্রসাদ শর্মা। আলিপুরদুয়ারের প্রাক্তন জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা প্রশ্ন তোলেন ওই বাড়ি তৈরির টাকার উৎস নিয়ে। চামুর্চিতে বার্লার বহুতল নির্মাণের বিষয় নিয়ে তৃণমূলের জলপাইগুড়ির জেলা সভাপতি কিষাণ কল্যাণীর অভিযোগ, সরকারি জমিতে ওই বিল্ডিং নির্মাণ হচ্ছে। ইতিমধ্যেই কিষাণ জেলাশাসক মৌমিতা গোদারা বসুর কাছে এ বিষয়ে অভিযোগ জানান। তৃণমূলের অভিযোগ পাওয়ার পরেই জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তদন্তের নির্দেশ দেন। ভূমিদফতরের আধিকারিকরা তদন্ত করে জানায়, জমিটি পূর্তদফতরের। এরপরই জেলাশাসক ওই নির্মাণের বিরুদ্ধে পূর্তদফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অবশ্য এ বিষয় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার।

আরও পড়ুন-করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

যদিও ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের পাল্টা অভিযোগ, জন বার্লা মন্ত্রী হয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে তৃণমূল রাজনৈতিক চক্রান্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতাদের পাশপাশি সাধারণ মানুষও এ নিয়ে প্রশ্ন তোলায় এবার বিজেপির অন্দরেও তদন্তের দাবি উঠল।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version