Wednesday, December 17, 2025

‘হাইকোর্টে ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে’, বিস্ফোরক মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র

Date:

“ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে আদালতে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”
বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র৷ হাইকোর্টে এই মুহুর্তে চালু থাকা ভার্চুয়াল শুনানিকে ‘সার্কাস’ বললেন হাইকোর্টেরই বিচারপতি।
করোনা আবহে হাইকোর্টে  ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি চলছে। কানেক্টিভিটি দুর্বল হওয়ার কারণে এই ধরণের ভার্চুয়াল শুনানিতে বিপত্তি ঘটছে বারবার। ‘সার্কাসের মত ফাঁকা স্টেজ শো’ নিয়ে এবার সরব হলেন  হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
কোভিড পরিস্থিতির মধ্যেই চলছে দেশের বিচারব্যবস্থা৷ এজলাস বলতে এখন শুধুই ল্যাপটপ, ক্যামেরা আর সাউন্ড সিস্টেম।আইনজীবীরা নানা ঠিকানা থেকে  ল্যাপটপ কিম্বা মোবাইলে সওয়াল করছেন আর বিচারপতিরা শূণ্য এজলাসে বসে বিচার করছেন৷ আদালত বলতে এখন এটাই৷  দু’তরফ এখন জুড়ছেন ইন্টারনেট বা ওয়াইফাই-এর সাহায্য নিয়ে৷ কিন্তু কানেক্টিভিটি খারাপ হলে থমকে যাচ্ছে বিচার প্রক্রিয়া৷ এই আমলের বিচারপ্রার্থীদের ভাগ্য এখন ঝুলে থাকছে  কানেক্টিভিটিতেই।
কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে রোজই  অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ওই কানেক্টিভিটি-ই৷ আর তা নিয়েই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷  এ সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে ‘ডিজিটাল’ হাইকোর্ট নিয়ে তোপ দেগেছেন তিনি৷   এমনকী  শো-কজও করেছেন হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। শো-কজের জবাব এলেও  কানেক্টিভিটি ‘মানুষ’ হয়নি৷  এই কানেক্টিভিটি সমস্যায় জেরবার হাইকোর্টের বিচারপতি, আইনজীবী এবং বিচারপ্রার্থীরা৷  ভার্চুয়াল শুনানি টানা হচ্ছেনা, বার বার থামছে কানেক্টিভিটির দুর্বলতার কারণে৷ ফলে শুনানির সময় আরও বেশি৷ দফায় দফায় এ ধরণের ঘটনায় নাকাল হয়ে হাইকোর্টের সেন্ট্রাল প্রোজেক্ট কো- অর্ডিনেটরকে তুলোধনা করে বিচারপতি ভট্টাচার্যের  মন্তব্য করেছেন, “ফাঁকা এজলাসে বসে স্টেজ শো আর করবো না,  আর বসবো না বেঞ্চে।” বিচারপতি ভট্টাচার্য বলেছেন,”ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।” মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে কানেক্টিভিটি সমস্যায়। অবিলম্বে কানেক্টিভিটি সমস্যা স্বাভাবিক করার ব্যবস্থা করুক হাইকোর্ট প্রশাসন। এমন নির্দেশও জারি করেছেন তিনি। বিচারপতির সতর্কবাণী, “এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। পরিস্থিতি না শোধরালে আদালত অবমাননার রুল জারি করা হবে”৷ এই হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version