Thursday, August 28, 2025

‘হাইকোর্টে ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে’, বিস্ফোরক মন্তব্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র

Date:

“ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে আদালতে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।”
বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য’র৷ হাইকোর্টে এই মুহুর্তে চালু থাকা ভার্চুয়াল শুনানিকে ‘সার্কাস’ বললেন হাইকোর্টেরই বিচারপতি।
করোনা আবহে হাইকোর্টে  ভিডিও কনফারেন্সিংয়ে শুনানি চলছে। কানেক্টিভিটি দুর্বল হওয়ার কারণে এই ধরণের ভার্চুয়াল শুনানিতে বিপত্তি ঘটছে বারবার। ‘সার্কাসের মত ফাঁকা স্টেজ শো’ নিয়ে এবার সরব হলেন  হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
কোভিড পরিস্থিতির মধ্যেই চলছে দেশের বিচারব্যবস্থা৷ এজলাস বলতে এখন শুধুই ল্যাপটপ, ক্যামেরা আর সাউন্ড সিস্টেম।আইনজীবীরা নানা ঠিকানা থেকে  ল্যাপটপ কিম্বা মোবাইলে সওয়াল করছেন আর বিচারপতিরা শূণ্য এজলাসে বসে বিচার করছেন৷ আদালত বলতে এখন এটাই৷  দু’তরফ এখন জুড়ছেন ইন্টারনেট বা ওয়াইফাই-এর সাহায্য নিয়ে৷ কিন্তু কানেক্টিভিটি খারাপ হলে থমকে যাচ্ছে বিচার প্রক্রিয়া৷ এই আমলের বিচারপ্রার্থীদের ভাগ্য এখন ঝুলে থাকছে  কানেক্টিভিটিতেই।
কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে রোজই  অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে ওই কানেক্টিভিটি-ই৷ আর তা নিয়েই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য৷  এ সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে ‘ডিজিটাল’ হাইকোর্ট নিয়ে তোপ দেগেছেন তিনি৷   এমনকী  শো-কজও করেছেন হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। শো-কজের জবাব এলেও  কানেক্টিভিটি ‘মানুষ’ হয়নি৷  এই কানেক্টিভিটি সমস্যায় জেরবার হাইকোর্টের বিচারপতি, আইনজীবী এবং বিচারপ্রার্থীরা৷  ভার্চুয়াল শুনানি টানা হচ্ছেনা, বার বার থামছে কানেক্টিভিটির দুর্বলতার কারণে৷ ফলে শুনানির সময় আরও বেশি৷ দফায় দফায় এ ধরণের ঘটনায় নাকাল হয়ে হাইকোর্টের সেন্ট্রাল প্রোজেক্ট কো- অর্ডিনেটরকে তুলোধনা করে বিচারপতি ভট্টাচার্যের  মন্তব্য করেছেন, “ফাঁকা এজলাসে বসে স্টেজ শো আর করবো না,  আর বসবো না বেঞ্চে।” বিচারপতি ভট্টাচার্য বলেছেন,”ভার্চুয়াল শুনানির নামে সার্কাস চলছে, এই সার্কাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।” মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে কানেক্টিভিটি সমস্যায়। অবিলম্বে কানেক্টিভিটি সমস্যা স্বাভাবিক করার ব্যবস্থা করুক হাইকোর্ট প্রশাসন। এমন নির্দেশও জারি করেছেন তিনি। বিচারপতির সতর্কবাণী, “এবার শেষ সুযোগ দেওয়া হচ্ছে হাইকোর্ট সেন্ট্রাল প্রোজেক্ট কো-অর্ডিনেটরকে। পরিস্থিতি না শোধরালে আদালত অবমাননার রুল জারি করা হবে”৷ এই হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version