Tuesday, November 11, 2025

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

Date:

Share post:

করোনার (Corona) প্রথম দুই ঢেউয়ের মোকাবিলায় যথেষ্ট সফল রাজ্য সরকার। এবার মহামারির (Pendamic)সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ( Third Wave) আশঙ্কা দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে। সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণে বেশ সতর্কতা অবলম্বন করছে নবান্ন (Nabanna) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ সম্পর্কে সতর্কবার্তা জারি করার পরেই তার মোকাবিলায় রাজ্য সরকারের সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সাম্প্রতিককালে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় অর্থনীতির চাকা সচল রাখতে জারি থাকা কঠোর বিধি-নিষেধে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু একাংশের মানুষ যেভাবে এই ছাড়কে কাজে লাগিয়ে অসতর্ক হয়ে উঠেছেন তাতে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ আটকাতে সরকার জেলা প্রশাসনকে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। অতিমারির তৃতীয় ঢেউ রুখতে সার্বিক টিকাকরণ-এ বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দিঘা (Digha) ও দার্জিলিং (Darjeling)-এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কঠোর বিধি নিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৯ দফার নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে জনবহুল স্থানে মাস্ক ব্যবহার, অত্যাধিক জনসমাগম রুখতে প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। দিঘা, দার্জিলিং-এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অনিয়ন্ত্রিত জনসমাগম আটকাতে প্রশাসনকে কঠোর বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে। প্রয়োজনে আইসিডিএস এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করে জনবহুল স্থান এবং পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রচার করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন।

ইতিমধ্যেই দিঘা তাজপুর মন্দারমনির মত সৈকত কেন্দ্রে পাহাড় এবং ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গুলিতে ছুটি কাটাতে গেলে করোনা টিকার দুটি ডোজ অথবা rt-pcr টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, শহর ও ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় সার্বিক টিকাকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজার এলাকায় সচেতনতা প্রচার কর্মসূচিতে বাজার কমিটি গুলিকে শামিল করতে বলা হয়েছে। কোভিডের প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে মৃত্যুসংখ্যা যতদূর সম্ভব হাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিব জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন।

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...