Wednesday, January 14, 2026

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

Date:

Share post:

করোনার (Corona) প্রথম দুই ঢেউয়ের মোকাবিলায় যথেষ্ট সফল রাজ্য সরকার। এবার মহামারির (Pendamic)সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের ( Third Wave) আশঙ্কা দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে। সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণে বেশ সতর্কতা অবলম্বন করছে নবান্ন (Nabanna) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ সম্পর্কে সতর্কবার্তা জারি করার পরেই তার মোকাবিলায় রাজ্য সরকারের সব রকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সমগ্র পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সাম্প্রতিককালে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় অর্থনীতির চাকা সচল রাখতে জারি থাকা কঠোর বিধি-নিষেধে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। কিন্তু একাংশের মানুষ যেভাবে এই ছাড়কে কাজে লাগিয়ে অসতর্ক হয়ে উঠেছেন তাতে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ আটকাতে সরকার জেলা প্রশাসনকে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। অতিমারির তৃতীয় ঢেউ রুখতে সার্বিক টিকাকরণ-এ বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দিঘা (Digha) ও দার্জিলিং (Darjeling)-এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কঠোর বিধি নিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই সমস্ত জেলা শাসকদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ৯ দফার নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে জনবহুল স্থানে মাস্ক ব্যবহার, অত্যাধিক জনসমাগম রুখতে প্রশাসনকে কঠোর হতে বলা হয়েছে। দিঘা, দার্জিলিং-এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে অনিয়ন্ত্রিত জনসমাগম আটকাতে প্রশাসনকে কঠোর বিধিনিষেধ আরোপ করতে বলা হয়েছে। প্রয়োজনে আইসিডিএস এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করে জনবহুল স্থান এবং পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রচার করতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন।

ইতিমধ্যেই দিঘা তাজপুর মন্দারমনির মত সৈকত কেন্দ্রে পাহাড় এবং ডুয়ার্সের পর্যটন কেন্দ্র গুলিতে ছুটি কাটাতে গেলে করোনা টিকার দুটি ডোজ অথবা rt-pcr টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, শহর ও ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় সার্বিক টিকাকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বাজার এলাকায় সচেতনতা প্রচার কর্মসূচিতে বাজার কমিটি গুলিকে শামিল করতে বলা হয়েছে। কোভিডের প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে মৃত্যুসংখ্যা যতদূর সম্ভব হাস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিব জেলা গুলিকে নির্দেশ দিয়েছেন।

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...