Wednesday, November 5, 2025

পাঞ্জাব: কংগ্রেস সভাপতি পদে সিধুতে আপত্তি, সোনিয়াকে চিঠি ক্যাপ্টেনের

Date:

আগামী বছর পাঞ্জাবে(Punjab) বিধানসভা নির্বাচন। তবে তার আগে গোষ্ঠী কোন্দল চরম আকার নিয়েছে এই রাজ্যে। ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh) ও নভজোৎ সিং সিধুর(Navjot Singh Sidhu) দ্বন্দ্ব থামাতে ময়দানে নেমেছে হাইকমান্ড। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও জানা যাচ্ছে পরিস্থিতি সামাল দিতে নভজোৎ সিং সিধুকে পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। এই জল্পনার মাঝেই এবার হাই কমান্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি সোনিয়া গান্ধীকে চিঠি লিখলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে পাঞ্জাব সামলাতে আজই সেখানে যাচ্ছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা হরিশ রাওয়াত।

জানা গেছে, সম্প্রতি সোনিয়া গান্ধীকে যে চিঠি লিখেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসালে দলের পুরোনো নেতারা বিষয়টিকে ভালোভাবে নেবে না। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত দলের জন্য গুরুতর হয়ে উঠতে পারে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সেই চিঠির পর ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আজই চন্ডিগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাঞ্জাব সমস্যা সামলাতে দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। গুরুতর এই পরিস্থিতিতে পাঞ্জাব সামলাতে কংগ্রেস হাইকমান্ড কোন পথে হাঁটে সেদিকে নজর রয়েছে গোটা দেশের রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন

উল্লেখ্য, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু সংঘাত বহুদিন ধরেই। সম্প্রতি তা চরম আকার নিয়েছে। একে অপরের বিরুদ্ধে এ বিষয়ে হাইকমান্ডের কাছে নালিশও জানিয়েছেন তারা। পাঞ্জাব পরিস্থিতি সামাল দিতে বিশেষ কমিটিও গঠন করেছে হাই কমান্ড। এরই মাঝে গত শুক্রবার সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন নভজোৎ সিং সিধু। এরপরই সূত্র মারফত খবর পাওয়া যায় হয়তো সংঘাত সামলাতে সিধুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়া হবে। এবং অমরিন্দর সিংকে নতুন করে মন্ত্রিসভা গঠনের নির্দেশ দেওয়া হয়। এহেন পরিস্থিতির মাঝেই এবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখে সিধুকে সভাপতি পদে বসানোর বিরোধিতা করলেন অমরিন্দর।

 

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version