করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন কোভিশিল্ড তৈরি করেছে ভারতীয় সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আবেদনই পায়নি ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এমনই জানিয়েছে ‘ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও টিকাপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড ভ্যাকসিনই কোভিশিল্ড নামে তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে ছাড়পত্র দিলেও কোভিশিল্ডকে না দেওয়ায় প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন-২১ জুলাইয়ের আগে তামিলনাড়ু জুড়ে ‘’মমতা আম্মা’’ নামে দেওয়াল লিখন
ইউরোপীয় ইউনিয়ন এখনও পর্যন্ত ছাড়পত্র দিয়েছে AstraZeneca, Pfizer, Moderna এবং Johnson & Johnson-এর কোভিড প্রতিরোধী টিকাকে। এছাড়াও জার্মানির ‘কিওরভ্যাক’ এবং রাশিয়ার ‘স্পুটনিক ভি’, চিনের ‘সিনোভ্যাক’ নিয়ে এখনও কোনও মতামত পাওয়া যায়নি। সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা গত মাসে জানিয়েছিলেন, তিনি শীঘ্রই এই বিষয়টি সমাধান করার আশাবাদী।