Friday, August 22, 2025

জাতীয় মানবাধিকার কমিশন বা NHRC যে রিপোর্ট হাইকোর্টে পেশ করেছে, সেই রিপোর্ট ঘিরে এখন শিরোনামে গেরুয়া- ব্যাকগ্রাউন্ডের আতিফ রশিদ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এ রাজ্যের শাসক দলকে কালিমালিপ্ত করার অপচেষ্টার দায়িত্বই দেওয়া হয়েছিলো রশিদকে৷ স্থূল বুদ্ধিতে সেই কাজ করে বিজেপিকে কার্যত ফাঁসিয়ে দিয়েছেন রশিদ৷ আদালতে পেশ করা NHRC-এর রিপোর্টের সঙ্গে রশিদ-যোগ থাকায় ওই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে৷ তৃণমূলের তরফে বলা হয়েছে, মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্ট পক্ষপাতদুষ্ট।

তারই মাঝে, তৃণমূলের পাশে দাঁড়িয়ে এই ইস্যুতে টুইট-তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। আতিফ রশিদের ‘গেরুয়া যোগ’ -এর কথাই উঠে এসেছে মনু সিংভির টুইটে৷ আতিফ রশিদের সঙ্গে বিজেপি যোগ কতটা শক্তপোক্ত, টুইটে সেই বার্তাই দিয়েছেন সিংভি৷

ট্যুইটে সিংভি দেখিয়েছেন, বিজেপির ১০টির বেশি পদে থেকেছেন আতিফ রশিদ৷ ছাত্রজীবনে এবিভিপি, যুব মোর্চার নেতা আতিফ এখন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য৷ কংগ্রেস সাংসদের টুইটে বলা হয়েছে, ২০১২ সালে দিল্লির পুরভোটে পদ্মপ্রার্থীও ছিলেন এই আতিফ রশিদ।

সিংভির পেশ করা এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, যে লোকটির রাজনৈতিক অতীত এতখানি গেরুয়া, তিনি মানবাধিকার কমিশনের কর্তা হিসাবে আদৌ নিরপেক্ষ হতে পারেন না৷ রাজ্যের তথাকথিত ভোট পরবর্তী হিংসার তদন্তে হাইকোর্টের নির্দেশে NHRC যে কমিটি তৈরি করেছে তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এই আতিফ৷ হাইকোর্টে মানবাধিকার কমিশন ‘কুখ্যাত অপরাধী’-দের যে তালিকা জমা দিয়েছে, সেই তালিকায় একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম রয়েছে৷ এই তালিকা তৈরির মুখ্য কারিগর এই আতিফ রশিদই। কংগ্রেস সাংসদ মনু সিংভিও এবার সরব হয়েছেন৷ তাঁর টুইট, ‘আতিফ রশিদ আসলে কে?’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক সাধন পাণ্ডে, উদ্বিগ্ন অনুগামীরা

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version