রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ফুসফুসের অবস্থাও জটিল। রবিবার সকাল পর্যন্তও বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এদিন সকালে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। টুইটারে (Twitter) তিনি লেখেন, “বর্ষীয়ান নেতা সাধন পান্ডে গভীর সঙ্কটজনক। অত্যন্ত উদ্বেগের বিষয়। অচেতন। যন্ত্রসমর্থন চলছে। সোমবার MRI হওয়ার কথা। মস্তিষ্কের অবস্থা চিকিৎসকদের কাছে স্পষ্ট নয়। ঈশ্বরের কাছে তাঁর আরোগ্য কামনা করি।”
শুক্রবার প্রায় অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সাধন পান্ডকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ রায়ের তত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর৷ শ্বাসকষ্ট, কাশির সঙ্গে অস্বাভাবিক রক্তচাপের সমস্যাও দেখা দিয়েছে। হৃদস্পন্দন অনিয়মিত। নিউমোনিয়া ধরা পড়েছে। মস্তিষ্কেও অত্যন্ত প্রভাব পড়েছে। চিকিৎসকদের মতে এটি ব্রেন এন্সেফালোপ্যথি। সোমবার এমআরআই হবে তাঁর। তার আগে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্তে আসতে পারছে না।