কুখ্যাত মাদক পাচারকারী তাপস রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রগতি ময়দান থানা এলাকা থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক সমেত এসটিএফ গ্রেফতার করে তাকে। তদন্তকারীরা জানিয়েছেন, তাপস দুর্গাপুর-আসানসোলের মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল তাপস। বহু মূল্যের মাদক সাধারণত পাচারকারীর গাড়িতে লুকিয়ে পাচার হত।
আরও পড়ুন-সাইকেলে সাতসকালে সাদা পোশাকে ময়দানে টহল পুলিশ কমিশনারের!
তদন্তকারীদের কাছে তাপসের খবর আগেই ছিল। তবে আধিকারিকরা মনে করছেন, পাচারকারীরা তাদের কাজের ধরন বদলেছে। যাতে পুলিশ কোনওভাবে সন্দেহ না করে, তাই একটা অফিস অথবা সাইড ব্যাগে মাদক ভরে পাচার করার ছক কষছে পাচারকারীরা।