Sunday, November 9, 2025

সাইকেলে সাতসকালে সাদা পোশাকে ময়দানে টহল পুলিশ কমিশনারের!

Date:

ভোরের আলো তখন সবে ফুটেছে। ময়দান চত্বরে ইতিউতি দেখা মিলছে প্রাতঃভ্রমণকারীদের। রয়েছেন বেশকিছু সাইকেল-আরোহীও। আলাদা করে কাউকে চেনার উপায় নেই। পরনে সাধারণ ট্রাকস্যুট, মাথায় বাইকার্স ক্যাপ- দেখলে মনে হবে যেন রোজই এঁরা ময়দান চত্বরে সাইকেল (Bicycle)চড়ে ঘুরে বেড়ান। কিন্তু আসল রহস্য ভেদ হল কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে করার টুইটের (Twitte) পরে। সেখানে দেখা যাচ্ছে স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra)-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা সাইকেল চেপেই এদিন এলাকার পরিস্থিতি দেখতে টহল দেন।

রবিবার, সকালে ময়দান, বাবুঘাট চত্বরে সাইকেল চড়ে ঘোরেন কলকাতার পুলিশ কমিশনার। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা (Murlidhar Sharma)। বুধবার ময়দান এলাকায় প্রাতঃভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকেই ময়দান এলাকায় কড়া নজরদারি করছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-সাধন পাণ্ডের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক, দ্রুত আরোগ্য কামনা কুণালের

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সকালে ময়দান চত্বর, ফোর্ট উইলিয়ামের আশেপাশের এলাকা থেকে শুরু করে বাবুঘাট, প্রিন্সেপ ঘাট চত্বরে সাদা পোশাকে সাইকেল চড়ে ঘুরে বেড়ান পুলিশ কমিশনার।

বুধবার সকাল সাড়ে ৫টা নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এক প্রাতঃভ্রমণকারী তরুণকে ধারাল অস্ত্রের কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাই করে দুষ্কৃতীরা। এর আগেও ২ জনের কাছ থেকে ছিনতাই করা হয় মোবাইল ফোন ও টাকা। সব ঘটনাই স্কুটার আরোহী ২ দুষ্কৃতীর কাজ বলে অভিযোগ। সেই অভিযোগগুলির খতিয়ে দেখতে এদিন সাধারণ নাগরিকের মতই ঘটনাস্থল পরিদর্শন করলেন সৌমেন মিত্র।

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version