Saturday, August 23, 2025

লক্ষ্য ত্রিপুরা: অগাস্টে যাচ্ছেন অভিষেক, উঠছে “খেলা হবে” স্লোগান

Date:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মতোই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভোট প্রচারে ছুটে বেরিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই রাজ্যে তৃণমূলের ল্যান্ড স্লাইড ভিক্ট্রির হয়েছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেকের দায়িত্ব বেড়েছে। তিনি এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন দায়িত্ব পেয়েই তিনি জানিয়ে ছিলেন, বাংলার বাইরে সংগঠন মজবুত করার কাজ হবে। আর সেই সব রাজ্যে জয় পাওয়ার লক্ষ্য নিয়েই এগোবে তৃণমূল। ২০ মাস পরে ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই অগাস্টে (August) সেখানে সংগঠন মজবুত করার কাজে অভিষেক যাচ্ছেন বলে দলীয় সূত্রে খবর। এই বিষয়ে টিম পিকে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে।

২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে  বাংলার বাইরে একাধিক রাজ্যে ইতিমধ্যেই বিস্তার ঘটাতে শুরু করেছে তৃণমূল। একুশে জুলাই গুজরাট, উত্তর প্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে তৃণমূলের শহিদ দিবস পালন হবে। এরপরেই বাংলার বাইরের রাজ্যে সফর শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, আগামী অগাস্ট মাসেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তিনি। আর তার আগে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু ঘাসফুল শিবিরের।

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এটাই অভিষেকের প্রথম ভিন রাজ্যে সফর। এরমধ্যেই উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই-সহ বিভিন্ন জেলায় তৃণমূলে যোগদানের প্রবণতা বেড়েছে। উপজাতিদের মধ্যেও দলীয় প্রভাব বাড়ছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।উপজাতিদের অনুষ্ঠানেও তৃণমূল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল। এদিকে, ২১ জুলাই আগরতলা-সহ ধর্মনগর ও উদয়পুরেও শোনা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। ইতিমধ্যেই সেসব জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন।

সূত্রের খবর, বাংলায় তৃণমূল সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। এখনও পর্যন্ত বাম ও বিজেপি ছেড়ে হাজার দশেক কর্মী-সমর্থক তৃণমূলে নাম লিখিয়েছেন। এমনকী, ত্রিপুরায় ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে ‘খেলা হবে’ স্লোগান। এই পরিস্থিতিতে অভিষেকের ত্রিপুরার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- কোভিড বিধি মেনেই স্কুল খোলার পক্ষে মত দিলেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version