Sunday, November 2, 2025

স্বামী নায়কদের মত রোমান্টিক নন, অভিযোগ নিয়ে থানায় হাজির নববধূ

Date:

বিয়ে হয়েছে ২৩ দিন। কিন্তু  স্বামী সিনেমার নায়কদের মতো স্মার্ট নয়। চুল থেকে দামি জেলের গন্ধও আসে না। এমনকি স্বামী হিরোদের মতো রোমান্টিকও নয়। স্বপ্নের রাজপুত্রকে খুঁজে না পেয়ে তাই থানায় হাজির নববধূ।  সেখানে এসে ১৪ বছরের বধূ বলেন, “আমাকে বাঁচান। আমি ফিরতে চাই না শ্বশুরবাড়িতে। আমাকে বিয়ে দেওয়া হয়েছে জোরপূর্বক।” গোটা ঘটনায় রীতিমত থতমত শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ।

মেয়েটির অভিযোগ,মাত্র ১৪ বছর বয়স তার।পড়াশুনা করেছে পঞ্চম শ্রেণি পর্যন্ত৷ তবে স্কুলের পাট চুকিয়ে বাড়িতেই ছিলেন তিনি কয়েক বছর আগে। কয়েকদিন আগেই তাকে বিয়ে দেওয়া হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে ৷কিন্তু তার বর একদমই পছন্দ নয়। খারাপ শ্বশুরবাড়ির লোকেরাও।এদিকে মেয়েটির মা থানায় এসে হাজির হন মেয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে থানায় এসেছে এমন খবর পেয়ে। থানায় এসে তিনি মেয়ের কথা না শুনতে অনুরোধ করেন। কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে অবশ্য মেয়েটির মা কে ছেড়ে দেওয়া হয়।

শিলিগুড়ির এসিপি জানান, “মেয়েটি নাবালিকা হওয়ায় চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বিষয়টি দেখছে। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে মামলা দায়ের করা হবে। মেয়েটি শ্বশুরবাড়ি ফিরবে না বলে জানিয়েছে। তাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটি নামক একটি হোমে রাখা হয়েছে।” মেয়েটির মা জানিয়েছেন,  মেয়েটি হিন্দি সিনেমা, সিরিয়ালের পোকা।অভাবের সংসারে মেয়ের শখ পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হত তার মা -কে। পুলিশ জানিয়েছে,গোটা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গেও কথা বলা হবে।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version