পুলিশে চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে বিক্ষোভ

পুলিশে চাকরির দাবিতে ভবানী ভবনের সামনে চলছে বিক্ষোভ। বেলা পৌনে ১২টা নাগাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। এরপরেও চলছে বিক্ষোভ।
জানা গিয়েছে, নিয়ম মেনে পরীক্ষা হয়েছিল, সব প্রক্রিয়াই সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। অনেকের হাতে পৌঁছেছে নিয়োগ পত্রও। অথচ চাকরিতে যোগ দিতে পারেননি তাঁরা। একই পরীক্ষা দিয়ে ২৮০০ প্রার্থী চাকরিতে যোগ দিলেও বাকি সাড়ে ৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।কয়েক মাস হয়ে গিয়েছে, তাঁদের অনেকের হাতে এসেছে নিয়োগ পত্র, অথচ চাকরিতে যোগ দিতে পারছেন না তাঁরা। এই ইস্যুতেই আজ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।