Monday, August 25, 2025

ওয়াংখেড়েতে বিধ্বংসী জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। আর তাতেই লখনউ সুপার জায়ান্টসের(lsg) বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের(MI)। শুরুটা ভালভাবে করতে না পারলেও, এবার জয়ের হ্যাটট্রিক করে ফেলল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। গত দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের নায়ক ছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। এদিন তিনি ব্যর্থ। তবে জয় পেতে অসুবিধা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। কারণ বল হাতে এদিন নিজের ফর্মে ছিলেন বুমরাহ। একাই চার উইকেট তুলে মুম্বইয়ের জয়ের রাস্তা প্রশস্ত করে দেন বুমরাহ(Jasprit Bumrah)। ৫৪ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স(MI)।

সেখানেই লখনউ সুপার জায়ান্টস ব্যাটারদের তাঁর সামনে অসহায়ের মতো আত্ম সমর্পণ করা ছাড়া আর কোনও উপায় ছিল না। টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। সেখানে রোহিত শর্মা শুরুটা ভাল করলেও ময়াঙ্কের কাছেই আটকে যান তিনি। কিন্তু মুম্বইকে রোখা সম্ভব হয়নি। সূর্যকুমারের ২৮ বলে ৫৪ রান এবং রিকেলটনের ৩২ বলে ৫৮ রানের ইনিংস।

তাদের পারফরম্যান্সে ভর করেই ২১৫ রানে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে লড়াই করার চেষ্টা করলেও বুমরাহ ও বোল্টের দাপটে মুম্বইয়ের সামনে দাঁড়াতে পারেনি লখনউ সুপার জায়ান্ট। লখনউ সুপার জায়ান্টসের সেরা ব্যাটাররাই তাদের শিকার। একাই এদিন চার উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরারহ।

মার্করাম, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন বুমরাহ। এছাড়াও বোল্টের শিকার মিচেল মার্শ, আয়ূশ বাদোনি। ১৬১ রানেই লখনউকে শেষ করে দেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version