Saturday, August 23, 2025

পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো মদ দামে! না, একটুও ভুল দেখছেন না। এক বোতলের দাম ১ কোটি ১০ লক্ষ টাকা! কেন এত দাম এই এক বোতল স্কচ হুইস্কির?
নেশাখোরদে সাফ জানিয়েছেন, এই হুইস্কি পান করতে হবে না, শুকলেই কাফি!
এবার বলি এই হুইস্কির এত দাম হওয়ার কারণ কী? শুনলে অবাক হয়ে যাবেন, ২৫০ বছর আগে তৈরি হয়েছিল এই হুইস্কি। ফলে এর স্বাদ-গন্ধই তো আলাদা৷ তাই নিলামে ওঠা মাত্র এর দাম গড়িয়েছে ১ কোটি টাকারও বেশি৷ আসল দামের থেকে ৬ গুণ বেশি দামে বিক্রি হয়েছে এই অতিউত্তম সুরা৷ অতি পুরনো এই হুইস্কি ১৮৬০ সালের। এটি জে পি মরগ্যানের অধিনে ছিল৷
বোতলের উপর স্টিকারে লেখা, এই বরবন (হুইস্কি) ১৮৬৫-র আগের তৈরি৷ মিস্টার জন পিয়ারপয়েন্ট মরগ্যানের এস্টেট থেকে এটি এসেছে। তাঁর সেলারেই রাখা ছিল দীর্ঘদিন৷ মিস্টার মরগ্যানের (Mr. John Pierpoint Morgan) মৃত্যুর পর এই প্রাচীন হুইস্কি উদ্ধার করা হয়েছে৷
ম্যানহ্যাটনের গবেষণা সংস্থা মরগ্যান লাইব্রেরি (Morgan Library) ১৩ লক্ষ৭ হাজার ৫০০ ডলার দিয়ে এটি কিনে নিয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি টাকারও বেশি৷ জানা গিয়েছে, এমন নাকি তিনটি বোতল ছিল মরগ্যান সাহেবের কাছে৷ যার মধ্যে এখন এই একটিই রয়ে গিয়েছে৷
কিন্তু এই হুইস্কির স্বাদ আদৌ কি পাওয়া যাবে? স্বাদ কতটা উপভোগ করা যাবে? সংশয় রয়েই যাচ্ছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১০ বছর পর্যন্ত হুইস্কির বোতল বন্ধ থাকলে তা পানযোগ্য নয়৷ বোতল বন্দি এই তরল সব থেকে পুরনো নয়৷ বাল্টিক সমুদ্রে ১২ ইঞ্চির একটি বোতল উদ্ধার হয়, যা আরও বেশি পুরনো বলে জানা গিয়েছে৷
বোতলের মধ্যে থাকা তরল পরীক্ষা করে জানা গিয়েছে যে, এটি ১৭৬৩ বা ১৮০৩ মধ্যে তৈরি৷ যার অর্থ ১৭৭০-র মার্কিন স্বাধীনতা যুদ্ধের সময় তৈরি এই সুরা এবং এর কোনও না কোনও ভাবে বিপ্লবের সঙ্গে এর যোগ রয়েছে৷

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version