৬টি বিষয়ে আলোচনা চেয়ে সংসদে পরপর নোটিশ দিল তৃণমূল কংগ্রেস

লোকসভা কিংবা রাজ্যসভা, (loksabha & rajyasabha) সংসদের (parliament) কোনও কক্ষেই এবার শাসক দলকে ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস (trinamool conggress) । রীতিমতো তথ্য, যুক্তি সাজিয়ে মানুষের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার জন্য দুই কক্ষেই একটার একটা নোটিশ (served notice) দিয়েছে। কী কী বিষয়ে আলোচনা চায় তৃণমূল?

 

১. জ্বালানীর আকাশ ছোঁওয়া দাম বৃদ্ধি

২. কৃষক বিরোধী কৃষি আইন

৩. কোভিড ভ্যাকসিন প্রয়োগে কেন্দ্রের ব্যর্থতা

৪. অর্থনৈতিক উন্নয়নের হার ক্রমশ নিম্নগামী হওয়া

৫. সাংসদ তহবিলের অর্থে কোপ এবং সাংসদদের কাজে বাধা

৬. দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কেন্দ্রের সরকারের উপেক্ষা করা

 

এবারের সংসদ নিশ্চিতভাবে উত্তপ্ত হবে। বারবার মুলতবির সম্ভাবনা প্রবল। শুধু তৃণমূল কংগ্রেস নয়, প্রায় সব বিরোধী দলই সরকারকে কাঠগড়ায় তুলে তুলোধনা করতে সলতে পাকাচ্ছে।

 

Previous articleবাংলার গণ্ডি ছাড়িয়ে ২১ জুলাই পালন এবার আরও ৮ রাজ্যে
Next articleঅধীর গড়ে কংগ্রেসে ব্যাপক ধস, দলে দলে যোগ তৃণমূলে